1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ০৭ মে ২০২৫, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দনাইশের প্রখ্যাত চিকিৎসক ডা. নুরুল আমিনের দাফন সম্পন্ন সোনাইমুড়ীতে ধানের ফলনে খুশি কৃষক, ঘরেও তুলছেন নিশ্চিন্তে চন্দনাইশে প্রত্যাশী- সিমস প্রজেক্ট মাইগ্রেশন ফোরাম সদস্যদের “দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ বোয়ালখালীতে ভোর ৬টায় স্বাস্থ্য কমপ্লেক্সে এসেও আল্ট্রা করতে পারলেন না আয়েশা মাওলানা রইস উদ্দিন হত্যা : বিচার দাবিতে বোয়ালখালীতে সড়ক অবরোধ নোয়াখালীতে শ্রমিক দিবস উপলক্ষ্যে জিসপ’র আলোচনা সভা নোয়াখালীতে রেলপথ অবরোধ করেছে সাধারণ জনগণ মুফতি গিয়াস উদ্দীন তাহেরীকে সংবর্ধনা চন্দনাইশে আল্লামা নূরী মেধা বৃত্তি পরীক্ষার পুরষ্কার বিতরণী সভায় মাও. আবুল কাসেম নূরী বাকলিয়ায় জোড়া খুনের প্রধান আসামি অস্ত্রসহ গ্রেফতার। জেলা গোয়েন্দা শাখা কর্তৃক ১টি একনলা বন্দুক, ১টি দেশীয় রাইফেল ও ৬টি ওয়ান শ্যুটার গান এবং ১টি মাইক্রোবাস উদ্ধারসহ ২ জন আসামী গ্রেফতার।

কালুরঘাট থেকে নতুন আন্দোলনের প্রস্তুতি নিতে হবে-মোস্তাক আহমদ খান

  • প্রকাশিত: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তাক আহমদ খান বলেছেন, স্বঘোষিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শত জুলুম-নির্যাতন সয়েও বিএনপি নেতাকর্মীরা এখন ইস্পাতকঠিন হয়ে গেছেন। তাদের সহজে দমন করা যাবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বিএনপি নেতাকর্মীরা মাঠে নামলে ৫ তারিখের পর প্রতিপক্ষ পালানোর পথ পাবে না।

শুক্রবার (১৪ মার্চ) বোয়ালখালী উপজেলার পূর্ব কালুরঘাটে আয়োজিত এক দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গত ১৭ বছরে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে শত শত মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। তবে এত নির্যাতনের পরও নেতাকর্মীরা রাজপথ ছাড়েননি এবং আগামীতেও ছাড়বেন না বলে তিনি জানান।

তিনি বলেন, কালুরঘাট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক স্থান। তাই এখান থেকে নতুন আন্দোলনের প্রস্তুতি নিতে হবে। জামায়াত ইসলামীসহ অন্যান্য দলগুলোর ষড়যন্ত্র প্রতিহত করতে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ঈদের পর বিএনপির ঘোষিত দলীয় কর্মসূচি সফল করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ থেকে রাজপথে সক্রিয় ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে আয়োজিত এই মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নুরুন্নবী চৌধুরী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর বিএনপির সদস্য সচিব ইউছুপ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপি নেতা এ এম কামাল উদ্দিন, মো. মোসলেম মিয়া, সৈয়দ মোজাম্মেল হক, মো. ইউনুচ মিয়া, কাজী কামাল, মো. হারুন মিয়া, এস এম টিপু, মো. আলমগীর, জেলা জিসাস নেতা দিদারুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট