বোয়ালখালী প্রতিনিধি :
বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী কানুনগোপাড়া ড. বিভূতি-ভূষণ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে এ সভায় সভাপতিত্ব করেন মো.কামাল উদ্দিন।
প্রধান শিক্ষক বাপন কুমার ভঞ্জের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন এডহক কমিটির শিক্ষক প্রতিনিধি চিত্রা বড়ুয়া ও অভিভাবক সদস্য মিল্টন বড়ুয়া। এসময় বিদ্যালয় পরিচালনায় নবগঠিত এডহক কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
এর আগে গত সোমবার (৭ এপ্রিল) চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. বিপ্লব গাঙ্গুলী স্বাক্ষরিত এক পত্রে বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যাবলী পরিচালনার জন্য মো.কামাল উদ্দিনকে সভাপতি করে ৪ সদস্য বিশিষ্ট এ এডহক কমিটির অনুমোদন দেন।সাবেক চট্টগ্রাম জেলা রোভার কমিশনার ছিলেন কামাল উদ্দিন।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত