নিউজ ডেস্ক :
চট্টগ্রামে আন্দরকিল্লাস্হ জিয়া ভবন (৪র্থ তলা) কলম একাডেমিন লন্ডন এর স্হায়ী কার্যালয়ে সোমবার ৩০ সেপ্টম্বর বিকেল ৫ টায় কেন্দ্রীয় কমিটির সহ-- সভাপতি কবি করুণা আচার্যের সভাপতিত্বে ও কলম একাডেমি লন্ডন কেন্দ্রীয় কমিটির তথ্য, প্রযুক্তি বিষয়ক সম্পাদক লেখক ও মানবাধিকার কর্মী মোহাম্মদ কামরুল ইসলামের সঞ্চালনায় ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভায় লন্ডন থেকে ভার্সুয়ালী উপস্থিত থেকে কলম একাডেমি লন্ডন এর
প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক নজরুল ইসলাম হাবিবী উদ্বোধনী বক্তব্য রাখেন।
এতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলম একাডেমি লন্ডন কেন্দ্রীয় কমিটির সাহিত্য বিষয়ক সম্পাদক শিশু সাহিত্যিক কুতুবউদ্দিন বখতেয়ার, বাংলাদেশ শাখার সহ -সভাপতি সৈয়দ মোঃ ইলিয়াছ, কেন্দ্রীয় উপদেষ্টা কবি আরিফুর রহমান আরিফ, গীতিকার আব্দুল হাকিম, কবি নুরুল করিম করিমী, কবি আবু সুফিয়ান, মনন কবি এসএম জাহাঙ্গীর হাসান, কবি মোঃ মুজিবুর রহমান, কবি বেলাল হোসেন সিরাজী, কলম টিভির সম্পাদক মো: কুতুব উদ্দিন রাজু, কলম টিভির সাংবাদিক বাবর মুনাফ ও মোহাম্মদ জামাল সহ প্রমুখ।
অনুষ্ঠানের অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, কলমের আলোয় আলোয় ছেঁয়ে যাবে আমাদের এই নবান্নের দেশ সহ পুরো বিশ্ব। হাজার হাজার ক্ষত ধুয়ে বিশ্বের কোটি কোটি অসহায় দের নেত্রের জল মুছে আমরা বাজাব বিজয় ধ্বনি।কলমের আলোয় আলোকিত হবে প্রতিটি হৃদয়ের মেঘাচ্ছন্ন বাদলা সকাল। কষ্টের নদীতে নিঃস্ব বিশ্ব মানবতার জোয়ারের বাঁধ ভেঙ্গে গেলে কলম তখন সকল দুঃখ কষ্ট মুছে দিবে প্রতিটি হৃদয়ে প্রকৃত অনন্ত ভালবাসা দিয়ে। আমাদের এই ক্ষুদ্র জীবন ক্ষয়ে যাচ্ছে ক্ষণ গুণে গুণে। যদি আমাদের হাতে থাকে কলম,কন্ঠে থাকে কলমের জয়গান তখন দু চোখের পাতায় আমি কলম কে খুঁজবো একাকী নুরানী প্রেমে। কলম বুনেছে ভালবাসা আজ প্রতিটি অন্তঃকরণে শুধু মানবতার কল্যানে এগিয়ে যাক প্রতিটি কলম সদস্য বিশ্ব অসঙ্গতি দেরাজ ভেঙ্গে কলমের প্রতিষ্ঠাতা অধ্যাপক নজরুল হাবিবীর প্রকৃত ভালবাসার সংগঠন,হদয়ের ধন প্রতিটি কলমের মহামিলনে প্রতিনিয়ত মানুষ,মানবতা, মানুষের কল্যানে। তিনি আরো বলেন,মুক্তিযুদ্ধের চেতনা ধারন করে সভ্যতা,সংস্কৃতির মানকে উন্নত করে মানব চিত্তের চেতন, অবচেতন,অচেতন অবস্থার মনস্তাত্ত্বিক বিশ্লেষণ করে সমাজের বাস্তব চিত্র তুলে ধরে এর বাস্তব সম্মত সমাধান ও দিক নির্দেশনা এদেশের লেখকদের লেখায় ফুটে উঠে তাই বর্তমান অন্তবর্তীকালীন সরকার ও পর -বর্তী জনগনের নির্বাচিত সরকারের নিকট কলম একাডেমি লন্ডন কর্তৃক লেখক মন্ত্রণালয়,বিশ্ব লেখক অধিকার দিবস, লেখক কল্যান ব্যাংক সহ ১৯ দাবী সরকার বাস্তবায়ন করবেন বলে তিনি মনে করেন।
সংগঠনের অন্যান্যরা নেতৃবৃন্দ সংগঠনের ভাবমুর্তি বৃদ্ধি কল্পে আগামীতে কাজ অঙ্গীকার ব্যক্ত করেন।
সভাপতি এই সুন্দর আয়োজনের জন্যে ও সকল কে সার্বিক ভাবে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত