কর্ণফুলী থানা পুলিশের একটি চৌকশ টিম ইং ২৮/০৮/২০২৫ তারিখ ২০.৩০ ঘটিকার সময় কর্ণফুলী থানাধীন শিকলবাহা ইউনিয়নের ০৩নং ওয়ার্ড ছালেহ মার্কেট কালারপুল স্কুল সংলগ্ন আয়ান ফেন্সী টেইলার্স এন্ড ক্লথ ষ্টোর নামীয় দোকান এর সামনে পাকা রাস্তার উপর হতে আসামী ১। এনামুল হক(৩৩), পিতা-মৃত শাহ আলম, মাতা-নুর নাহার বেগম, সাং-দক্ষিণ কৈয়গ্রাম, ০৩নং ওয়ার্ড, হাজীর পাড়া প্রঃ ভাঙ্গাপাড়া, ০৭নং জিরি ইউপি, থানা-পটিয়া, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-ভেল্লাপাড়া, ০১নং ওয়ার্ড, মজিবের ভাড়াটিয়া, ০৭নং জিরি ইউপি, থানা-পটিয়া, জেলা-চট্টগ্রাম, ২। জাহাঙ্গীর আলম(৩১), পিতা-আবুল কাশেম, মাতা-নুর নাহার বেগম, সাং-উত্তর দেয়াং, ০১নং ওয়ার্ড, লেয়াকত আলী সওদাগরের বাড়ী, ০৭নং জিরি ইউপি, থানা-পটিয়া, জেলা-চট্টগ্রাম, ৩। মোহাম্মদ সাগর প্রঃ শুভ চক্রবর্তী (নও মুসলিম) (৩২), পিতা-উত্তম দাস, মাতা-মিন্টু দাস প্রঃ গোপা, সাং-হাইদগাঁও, ব্রাহ্মণের বাড়ী, থানা-পটিয়া, জেলা-চট্টগ্রাম, শ^শুর বাড়ীর ঠিকানা বর্তমানে-শ্বশুর-কালু মিয়া, শ্বাশুরি-শামসুন্নাহার, স্ত্রী-তানিয়া আক্তার, সাং-হাইদগাঁও, ১নং ওয়ার্ড, স্কুল রোড, সাধুর বাড়ীর পিছনে কালু মিয়ার বাড়ী, থানা-পটিয়া, জেলা-চট্টগ্রাম, ৪। মোঃ মহিউদ্দিন(৩০), পিতা-মৃত হাফেজ আহমদ, মাতা-হালিমা বেগম, সাং-উত্তর দেয়াং, ০১নং ওয়ার্ড, ছিদ্দিক হাজীর বাড়ী, ০৭নং জিরি ইউপি, থানা-পটিয়া, জেলা-চট্টগ্রামদেরকে আটকপূর্বক তাহার হেফাজত হইতে ৬০ লিটার চোলাইমদ উদ্ধার করেন যাহার প্রেক্ষিতে কর্ণফুলী থানার মামলা নং-২৮, তারিখ-২৮/০৮/২০২৫খ্রিঃ ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৪(খ)/৩৮/৪১ মূলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।