1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে ভোর ৬টায় স্বাস্থ্য কমপ্লেক্সে এসেও আল্ট্রা করতে পারলেন না আয়েশা মাওলানা রইস উদ্দিন হত্যা : বিচার দাবিতে বোয়ালখালীতে সড়ক অবরোধ নোয়াখালীতে শ্রমিক দিবস উপলক্ষ্যে জিসপ’র আলোচনা সভা নোয়াখালীতে রেলপথ অবরোধ করেছে সাধারণ জনগণ মুফতি গিয়াস উদ্দীন তাহেরীকে সংবর্ধনা চন্দনাইশে আল্লামা নূরী মেধা বৃত্তি পরীক্ষার পুরষ্কার বিতরণী সভায় মাও. আবুল কাসেম নূরী বাকলিয়ায় জোড়া খুনের প্রধান আসামি অস্ত্রসহ গ্রেফতার। জেলা গোয়েন্দা শাখা কর্তৃক ১টি একনলা বন্দুক, ১টি দেশীয় রাইফেল ও ৬টি ওয়ান শ্যুটার গান এবং ১টি মাইক্রোবাস উদ্ধারসহ ২ জন আসামী গ্রেফতার। চট্টগ্রামে বিটিবির প্রোগ্রামের অভিমত: পর্যটনে অমিত সম্ভাবনার চট্টগ্রাম ও বৃহত্তর চট্টগ্রাম এখনো আটকে আছে নানা সমস্যা ও সীমাবদ্ধতার জটিল জালে। পটিয়ার ঐতিহ্যবাহী হাবিলাসদ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের পূর্ণ মিলনী অনুষ্ঠান আগামী ১০ জুন চন্দনাইশে মাসব্যাপী দেশীয় পণ্য বাণিজ্য মেলা শুরু

কবিরহাটে কলেজ ছাত্রদল সভাপতি ও সম্পাদকের নেই ছাত্রত্ব

  • প্রকাশিত: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

নোয়াখালী প্রতিনিধি:

জাতীয়তাবাদী ছাত্রদলের নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার কবিরহাট সরকারি কলেজ ছাত্রদলের নব গঠিত কমিটির সভাপতি সাইফুল ইসলাম আকাশ ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শাহিনের ছাত্রত্ব নেই এমন অভিযোগ উঠে নব গঠিত সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে।

গত ২৩ শে মার্চ কবিরহাট সরকারি কলেজ ছাত্রদলের নব গঠিত কমিটি ঘোষণা করা হয় এতে ছাত্রদলের এক অংশ অবৈধ কমিটি ও পকেট কমিটি বলে প্রতিবাদ সমাবেশ করেন। এতে ত্যাগী ছাত্র নেতাদের মূল্যায়ন না করায় উত্তাল হয়ে উঠে কবিরহাট সরকারি কলেজ। কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের বিরুদ্ধে জুতা মিছিল করেন ছাত্রদলের এক অংশ এবং অবৈধ কমিটিকে বাতিল করার আহ্বান জানান।

এর আগে গত ১০ এপ্রিল নোয়াখালীর কবিরহাটে এসএসসি পরীক্ষা চলাকালে ছাত্রীদের কক্ষে প্রবেশ করে অসৎ সহযোগিতার অভিযোগ উঠেছে কলেজ ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম আকাশের বিরুদ্ধে। সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় সাইফুল ইসলাম আকাশকে শোকজ করেন কেন্দ্রীয় কমিটি।

জানা যায়, কবিরহাট সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম আকাশ ২০২০ সালে এইচএসসি তে অটো পাস করেন। তারপর থেকে তিনি প্রায় অর্ধযুগ স্নাতকে ভর্তি হন নি, সেই পড়াশোনায় অনিয়মিত তার ছাত্রত্ব নেই এমনটা জানা যায়।

অন্যদিকে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শাহিন ২০১৮-১৯ সেশনে স্নাতকে ভর্তি হয়েছিলেন। তার পর থেকে তিনি পড়াশোনায় অনিয়মিত, নেই ছাত্রত্বও।

এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ছাত্রদল কর্মী ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, ছাত্রত্বহীন কবিরহাট সরকারি কলেজ ছাত্রদল কমিটি। এই কমিটিতে ছাত্রলীগ কর্মীদের দিয়ে কমিটি করা হয়েছে। আমরা আগে এই কমিটিকে অবৈধ বলে ঘোষণা দিয়েছি, ভবিষ্যতেও দিয়ে যাব। যাদের সাথে শিক্ষার কোন সম্পর্ক নেই তারা কিভাবে কলেজ ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক হয়। তারা আরো বলেন, কবিরহাট সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম আকাশ এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শাহিন তাদের কোন ছাত্রত্ব নেই। ছাত্রত্বহীন ছাত্রদলের এই কমিটি বাতিল করার আহবান জানায় তাঁরা।

অভিযোগের বিষয় জানতে চাইলে কবিরহাট কলেজ ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম আকাশ কে একাধিক বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয় কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শাহিনের কাছে জানতে চাইলে তিনি বলেন আমার ছাত্রত্ব আছে তবে সভাপতির ছাত্রত্ব নেই। তবে তার কাছে ছাত্রত্বের কাগজপত্র চাইলে, তিনি পাঠাবেন বলে জানান। কিন্তু, তারপর থেকে নুরুল ইসলাম শাহিন কে একাধিক বার ফোন দিলে তিনিও ফোন রিসিভ করেননি।

এই বিষয় জানতে চাইলে কবিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর হাফেজ মুহাম্মদ মাহবুবুর রহমান ওসমানী বলেন, বর্তমানে কবিরহাট সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের দুই জনের ছাত্রত্ব নেই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট