
ভোটদান
– মো. হোসাইন জাকের
আমার ভোট আমি দেবো,
ভালো যে জন, তাকে দেবো।
প্রার্থী জয়ী হয় ভোটারের ভোটে,
অসৎ কিন্তু মন্দ কাজে জোটে।
প্রার্থী যদি তসরুপ করে, হবে যে পাপ,
সে ভাগ নিতে হবে, বলেন আসমার বাপ।
তাই চিন্তা করে, ব্যালটে সীল মেরে,
নিজের ভোটটা দিতে হবে বাক্স ভরে।
আপনার ভোটের আছে যে অনেক দাম,
ভোট দিবেন, যে দেশের জন্য ঝরায় ঘাম।
ভোটদান করুন, আর বলুন জনে জনে,
যোগ্য প্রার্থী কে? ভেবে দেখুন মনেপ্রাণে।
গণতান্ত্রিক অধিকার হলো এ ভোট,
বিক্রি হবেন না, পেলে কচকচে নোট।
কৃষক, শ্রমিক ও দেশের মেহনতি মানুষ,
কারো মিষ্টি কথায় হবেন না বেহুশ।
ভোট করবেন না অপাত্রে দান,
দেখেশুনে দিলে ভোট, বাড়বে দেশের মান।
অনেক প্রার্থী আছে, ভোট নিতে চায় কেড়ে,
আইনশৃঙ্খলা রক্ষাকারী তাদের নিবে ধরে।
আমার ভোট আমি দেবো,
যোগ্য প্রার্থী বেছে নেবো।
এটাই হোক শ্লোগান,
ভোটারদেরকে সঠিক পথ দেখান।