1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় তারতীলুল কুরআন আজিজিয়া মাদরাসার ছাত্রদের নিয়ে দিন ব্যাপী আনন্দ ভ্রমণ সাংবাদিক হানিফের পিতার মৃত্যুতে সোনাইমুড়ী প্রেসক্লাবের শোকসভা অনুষ্ঠিত বোয়ালখালীতে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ  আহত চট্টগ্রামের পটিয়াস্থ তারতীলুল কুরআন আজিজিয়া মাদরাসার উদ্যোগে অনুষ্ঠিত হলো এক আনন্দ ভ্রমণ কধুরখীল বালিকা বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক মতবিনিময় মন্দির ফটকের তালা ভেঙে বোয়ালখালীতে অটোরিকশা চুরি লায়ন্স ক্লাব অব চিটাগাং শতাব্দীর নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ও জন্মবার্ষিকী উদযাপন বোয়ালখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন দোকানিকে জরিমানা জৈষ্ঠ্যপুরা রমনী মোহন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক মতবিনিময় পটিয়ার কচুয়াই  একতা সংঘে  ফুটবল প্রদান করলেন যুবদল  নেতা শেখ জাহাঙ্গীর আলম

কধুরখীল বালিকা বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক মতবিনিময়

  • প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালীর কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের পাঠোন্নয়ন বিষয়ক অভিভাবক মতবিনিময় সভা ও ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ জুলাই) দুপুরে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন  প্রধান শিক্ষক বাবুল কান্তি দাশ।এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ। তিনি বলেন, ‘নারী শিক্ষা ছাড়া কোনো জাতির উন্নয়ন সম্ভব নয়। নারীকে শিক্ষিত করে তোলার মধ্য দিয়ে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নেওয়া যায়। নারী শিক্ষাই পারে সমাজ থেকে বাল্যবিবাহ, কুসংস্কার ও নির্যাতন দূর করতে।’

প্রধান আলোচক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম বলেন, ‘নারী শিক্ষা শুধু তাদের আত্মবিশ্বাসই বাড়ায় না, বরং পরিবার ও সমাজে ইতিবাচক প্রভাব ফেলে। শিক্ষিত নারীই পারে একটি শিক্ষিত ও সচেতন প্রজন্ম গড়ে তুলতে।’

সভায় বক্তব্য রাখেন শিক্ষক উবাইদুল হক, অমরনাথ চক্রবর্তী, দেবী দত্ত, তনুশ্রী বিশ্বাস, শুভাশিস নাথ, লিপি রানী শীল, মৌলানা মিজানুর রহমান, দিল আফরোজ হীরা, এনামুল হক, প্রকাশ কুমার ঘোষ এবং অভিভাবক খালেদা বেগম, মো. জসীম উদ্দিন, অসীম দাশ, মনছুর আলম, আমেনা বেগমসহ অনেকে।

অনুষ্ঠানে শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন তাহজিম রহমান।

আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। পারফরম করেন নাফিজা সুলতানা রাইসা, প্রেমা চৌধুরী, সৃষ্টি চৌধুরী, স্নেহা চৌধুরী, রাজশ্রী চৌধুরী, পুনম চক্রবর্তী, রাত্রী রায়, ইতি দে, হুমায়রা আদিবা ফাইরুজ ও দীঘি চৌধুরী।

শেষে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও শিক্ষা উপকরণ তুলে দেন অতিথিবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট