1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৯:২৬ অপরাহ্ন

ওয়ার্ড পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন

  • প্রকাশিত: বুধবার, ২৮ মে, ২০২৫
  • ২১৪ বার পড়া হয়েছে

মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ, ব্যুরো চীফ

চট্টগ্রাম, ২৭ মে ২০২৫:
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) আওতাধীন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ওয়ার্ড পর্যায়ে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

মঙ্গলবার টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, “নগরীর ৪১টি ওয়ার্ডে আমাদের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে নাগরিকদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দিতে হবে। একসময় মেমন মাতৃসদনের স্বাস্থ্যসেবার গৌরব ছিল। সেই হারানো গৌরব ফিরিয়ে আনতে হবে।”

তিনি বলেন, “ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিতরণ, জরায়ুমুখ ক্যান্সারের প্রতিরোধে এইচপিভি ভ্যাকসিন প্রদানসহ টিকাদান কার্যক্রম আরও জোরদার করতে হবে। জনস্বাস্থ্য রক্ষায় এই কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
মেয়র আরও জানান, চসিকের স্বাস্থ্য খাতকে আরও কার্যকর ও আধুনিক করতে নতুন চিকিৎসা যন্ত্রপাতি ক্রয় এবং প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক নিয়োগের উদ্যোগ নেওয়া হবে।

মেয়র আরো বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে বেওয়ারিশ লাশ পরিবহনের জন্য বিশেষ পরিবহন গাড়ি চালু করা হয়েছে। এই ধরনের সামাজিক দায়িত্ব পালন করা আমাদের নৈতিক দায়িত্ব।

সভায় আরও উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিব মো. আশরাফুল আমিন এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন রানা প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট