
বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের বাসিন্দা মো. সেলিম(৪৫) ওমানের ইবরি এলাকায় মারা গেছেন। শনিবার (৩ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
পারিবারিক সূত্র জানায়,কর্মস্থলে সকাল ৮টার দিকে তার শরীর খারাপ হলে সহকর্মীরা দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সেলিমকে মৃত ঘোষণা করেন।
সেলিম সারোয়াতলী বশর চেয়ারম্যানের বাড়ির সেকান্দরের ছেলে। তিনি তিন মেয়ের ও এক ছেলের জনক।
চাচাতো ভাই সাজ্জাত হোসেন মুন্না জানান, সেলিম দীর্ঘদিন সৌদি আরবে প্রবাস জীবন শেষে দেশে ফিরেছিলেন। পরে জীবিকার তাগিদে আবারও ওমানে যান।
বর্তমানে তার মরদেহ একটি হাসপাতালের মর্গে রাখা রয়েছে। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।