1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪১তম বার্ষিক সভা বোয়ালখালীতে ইসলামী ছাত্রসেনার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র‌্যালি বোয়ালখালীতে গ্রাইন্ডার মেশিনের আগুনের ছিটায় আগুন বোয়ালখালীতে ইউপি সদস্য গ্রেপ্তার বোয়ালখালীতে আইনশৃঙ্খলা ও ভোট প্রস্তুতি পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার বোয়ালখালীতে নিজ ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী  নিষেধাজ্ঞা অমান্য করে চালাচ্ছে স্থাপনা নির্মাণ 

এ.কে.এম ফজলুল কাদের চৌধুীর ৫২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিনম্র শ্রদ্ধা নিবেদন

  • প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৫৮৭ বার পড়া হয়েছে

মুহাম্মদ ওসমান চৌধুরী আরব আমিরাত প্রতিনিধি

মরহুম ফজলুল কাদের চৌধুরী স্মৃতি পরিষদ- ইউএই’র বিবৃতি –

পাকিস্তান জাতীয় পরিষদের সাবেক স্পীকার ও অস্থায়ী প্রেসিডেন্ট, মুসলিম লীগের তদানীন্তন সভাপতি ও উপমহাদেশের মুসলিম জাতীয়তাবাদী রাজনীতির অগ্রনায়ক মরহুম এ.কে.এম ফজলুল কাদের চৌধুরীর আজ ৫২তম শাহাদাত বার্ষিকী।

শাহাদাত বার্ষিকী উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে কিংবদন্তী এই মহানায়কের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন মরহুম এ.কে.এম ফজলুল কাদের চৌধুরী স্মৃতি পরিষদ সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।

সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক এম এনাম হোসেন স্বাক্ষরিত উক্ত বিবৃতিতে উল্লেখ করা হয়, ইসলামী জাতীয়তাবাদ প্রতিষ্ঠার অন্যতম মহানায়ক ছিলেন মরহুম এ.কে.এম ফজলুল কাদের চৌধুরী। ১৯৭১সনের মহান মুক্তিযুদ্ধে উনার ভূমিকাকে বিতর্কিত করেছিল আধিপত্যবাদী ভারত। তৎকালীন সময়ে ‘র’ পরিচালিত বাংলাদেশের গুপ্তচরদের দিয়ে মরহুম এ.কে.এম ফজলুল কাদের চৌধুরীর দেশপ্রেম ও স্বগৌরবে স্বাধীনতাযুদ্ধ সংঘঠিত করার সঠিক কথাটি ইতিহাস থেকে বিচ্ছিন্ন করা হয়। এবং হিন্দুস্থান ও তার হাতের পুতুল মুজিব গংরা সেদিন জাতির মাঝে একটি মিথ্যা ইতিহাসের জম্ম দিয়েছিল। আধিপত্যবাদ ভারত সূকৌশলে জাতিকে বিভক্ত করে এবং দেশপ্রেমিক জাতীয় বীরদের হত্যা করার ইন্ধন যুগিয়ে ধংস করতে চেয়েছে বাংলাদেশের স্বার্বভৌমত্ব। মরহুমের বর্ণাঢ্য রাজনৈতিক ও সামাজিক জীবনের ইতিহাস সঠিকভাবে যদি মূল্যায়ন করা হয় দেশ ও জাতি উপকৃত হবে।

বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, মরহুম চৌধুরী পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দায়িত্ব পালন কালে নিজ মাতৃভূমির প্রতি অগাধ ভালবাসার নিদর্শন হিসেবে তিনি প্রতিষ্ঠা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং কলেজ চুয়েট, চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম মেরিন ফিসারিজ, মেরিন একাডেমি, পলিটেকনিক ইনস্টিটিউট সহ অসংখ্যা প্রতিষ্টান। পরিতাপের বিষয় হচ্ছে এতগুলো প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হ‌ওয়ার পরেও এই পর্যন্ত কোন প্রতিষ্ঠান বা হল‌ মরহুম এ.কে.এম ফজলুল কাদের চৌধুরীর নামকরনে হয়নি। এইটি জাতির জন্য গভীর উদ্বেগের বিষয়।
বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, আমরা বিশ্বাস করি বর্তমান সরকার বিগত সময়ের আগ্রাসী ভারত প্রযোজিত সকল মিথ্যা ইতিহাস আঁস্তাকুড়ে ফেলবে। জাতি বিশ্বাস করে আজ যদি সঠিক ইতিহাস রচয়িতা হয় মরহুম এ.কে.এম ফজলুল কাদের চৌধুরীর দেশপ্রেম, জাতীয়তাবাদ ও ভারতীয় আধিপত্যবাদীদের ষড়যন্ত্রে মরহুম চৌধুরীর করুন মৃত্যুর ইতিহাস সঠিকভাবে মূল্যায়ন হবে। মরহুম ফজলুল কাদের চৌধুরী ছিলেন একজন দেশপ্রেমিক মহাবীর। তিনি মুজিবের ষড়যন্ত্র মার্কা স্বাধীনতাতে বিশ্বাসী ছিলেন না, তিনি চেয়েছিলেন বাংলাদেশের মানুষ স্বগৌরবে স্বাধীনতা ভোগ করবে। কিন্তু মিথ্যাবাদী মুজিবের ভারত চক্রে তা ধূলিস্যাৎ হয়েছে।

বিবৃতি দাতা বলেন, সময়ের ব্যবধানে বর্তমান প্রজম্ম মুজিব কন্যার ফ্যাসিস্ট আচরনকে পদদলিত করার মধ্য দিয়ে বাংলাদেশের সঠিক ইতিহাস মূল্যায়ন করা শুরু করেছে। সুতরাং চট্টগ্রামের সর্বস্তরের ছাত্র জনতা এই মুহুর্তে দাবী রাখে, অনতিবিলম্বে মরহুম একেএম ফজলুল কাদের চৌধুরীর নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হল এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে উন্নতি করনের। ক্ষনজম্মা কৃর্তিমান পুরুষ মরহুম চৌধুরী সাহেবের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। দেশপ্রেমিক এই মহাবীর যেন জান্নাতের উঁচু স্থানে আসীন হয় আল্লাহ পাকের নিকট
সর্বদা এই প্রার্থনা করি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট