আজ প্রকাশিত হলো এসএসসি পরীক্ষা ২০২৫ এর ফলাফল।
শত শত শিক্ষার্থী আজ আনন্দে দিন কাটাবে, পরিশ্রমের ফল পেয়ে তারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছে।
কিন্তু অন্যদিকে কিছু পরিবারের ঘরে নেমে এসেছে নিস্তব্ধতা, হতাশা ও কান্না।
এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন ধৈর্য ও সহমর্মিতা।
একটি বিনীত অনুরোধ:
প্রিয় অভিভাবকগণ, আপনার সন্তানের ফলাফল যেমনই হোক না কেন, তাদের মনোবল ভেঙে দেবেন না।
তারা ফেল করলেও সেটাই জীবনের শেষ নয়। আবারও সুযোগ আছে, আবারও পরীক্ষায় বসা যাবে। কিন্তু যদি কারো জীবনে কিছু হয়ে যায়, সেটা আর ফিরিয়ে আনা যাবে না।
আসুন ধৈর্য ধরতে শিখি।
পরিবার, সমাজ এবং শিক্ষাপ্রতিষ্ঠান সবাই যেন শিক্ষার্থীদের পাশে দাঁড়ায় এই সময়টাতে।
যাতে কোনো শিক্ষার্থী নিজেকে একা না ভাবে।
পরিশেষে দোয়া আল্লাহ তাআলা যেন সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।
যারা সফল হয়েছে তাদের আরও অগ্রগতি দান করুন,
আর যারা ফেল করেছে তাদের নতুন উদ্যমে আবার প্রস্তুতির শক্তি দান করুন। আমিন।