
বোয়ালখালী প্রতিনিধি :
চট্টগ্রাম বোয়ালখালীতে আসন্ন সংসদ নির্বাচনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচন প্রচারণা সভার অদূরে দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পূর্ব কধুরখীল উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটেছে। এসময় এরশাদ উল্লাহ বক্তব্য রাখছিলেন।
উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইসহাক চৌধুরী বলেন, পূর্ব কধুরখীল উচ্চ বিদ্যালয়ের সামনে নির্বাচনী প্রচারণা চলাকালীন সময়ে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে।
জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ধানের শীষ প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক বলেন, নির্বাচনী প্রচারণা সভা লক্ষ্য করে এ ককটেল নিক্ষেপ করেছে। এসময় এরশাদ ভাই বক্তব্য রাখছিলেন। আল্লাহ রহমতে কারো ক্ষতি হয়নি। আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।