বোয়ালখালী প্রতিনিধি:
নগর বিএনপির আহ্বায়ক ও বিএনপি মনোনীত চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী এরশাদ উল্লাহর উপর হামলার প্রতিবাদে বোয়ালখালীতে বিক্ষোভ সমাবেশ করেছেন দলটির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলা স্মৃতিসৌধ চত্বরে এ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য শওকত আলম। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান।
বক্তব্য রাখেন, জেলা যুবদল সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শহীদুল্লাহ চৌধুরী, জেলা বিএনপির সদস্য জাবেদ মেহেদী হাসান সুজন, বিএনপি নেতা আবুল হাসেম, আবু আকতার, জাগের হোসেন, জেলা শ্রমিক দল সাধারণ সম্পাদক মহসিন খান তরুণ ও যুবদল নেতা হায়দার হিরু।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আজিজুল হক চেয়ারম্যান বলেন, "চট্টগ্রাম ৮ আসনের ধানের শীষের কাণ্ডারি এরশাদ উল্লাহকে নির্মমভাবে হত্যার উদ্দেশ্যে গুলি করেছে। আজ বটবাহিনীর একজনকে প্রশাসন গ্রেপ্তার করেছে। সন্ত্রাসী কারা? কারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে পারে তা প্রশাসন জানে। যে দল অন্য মত সহ্য করতে পারে না, তারা গণতন্ত্র আনতে পারে না।"
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত