বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে সব হারিয়েছে এসএসসি পরীক্ষার্থী নিসান। কিন্তু আগুন ছাই করে দিতে পারেনি তার স্বপ্ন।
বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে, আব্দুস ছালাম মেম্বারের বাড়িতে বুধবার (৩০ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
আগুনে পুড়ে যায় রিকশাচালক আবুল কাশেমের ঘর। ঘরের ভেতরেই ঘুমিয়ে ছিলেন তার ছেলে নিসানসহ পরিবারের সদস্যরা। প্রাণে বাঁচলেও আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় নিসানের বই, খাতা, ব্যাগ, এমনকি পরীক্ষার প্রবেশপত্রও।
“রাতটা যেন একটা দুঃস্বপ্ন। হঠাৎ ঘুম ভেঙে দেখি চারদিকে আগুন। কিছুই নিতে পারিনি,” বলেন নিসান, যিনি সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন নিয়ে প্রস্তুতি নিচ্ছিলেন।
তার বাবা আবুল কাশেম বলেন, “অনেক কষ্ট করে ছেলেকে পড়াচ্ছিলাম। প্রতিদিন রিকশা চালিয়ে যা আয় হতো, তা দিয়েই বই-খাতা কিনেছি। এখন সব পুড়ে ছাই হয়ে গেছে।”
বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ফিরোজ খান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে কাশেমের টিনশেড ঘর, বাঁশের বেড়া, আসবাবপত্রসহ সবকিছুই পুড়ে যায়।
এই আগুনে শুধু কাশেমের পরিবার নয়, ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের প্রবাসী কামালের পরিবারও। পুড়ে যায় অনার্স ও এইচএসসি পড়ুয়া শিক্ষার্থীদের বই, কম্পিউটার, মুরগি, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র।