বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রাম বোয়ালখালী পৌরসভা ইসলামী ফ্রন্টের সহ সভাপতি শিক্ষক মাওলানা মুহাম্মদ আবু নাছের জিলানী আওয়ামী ফ্যাসিবাদী রাজনীতির সাথে জড়িত নন বলে দাবি করেছেন ইসলামী ফ্রন্টের নেতৃত্ববৃন্দরা।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে বোয়ালখালী প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন নেতৃবৃন্দরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইসলামী ফ্রন্ট বোয়ালখালী পৌরসভার সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
বক্তব্যে তিনি বলেন, মাওলানা মুহাম্মদ আবু নাছের জিলানী কধুরখীল ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সিনিয়র আরবি প্রভাষক। পাশাপাশি তিনি পশ্চিম গোমদন্ডী চরখিজিরপুর জানে আলম সওদাগর জামে মসজিদের খতিবের দায়িত্বে রয়েছেন। এছাড়া তিনি গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী পৌরসভার সহ-সভাপতি।
কিন্তু পরিতাপের বিষয়, আওয়ামী ফ্যাসিবাদী রাজনীতির সাথে জড়িত না থাকার সত্ত্বেও নিরাপরাধ এ আলেমেদ্বীনকে গ্রেফতার করা হয়েছে। তিনি তার ব্যবসা প্রতিষ্টানে না থাকা শর্তেও ডেকে এনে ষড়যন্ত্রমূলক গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এ পরিকল্পিত ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়ে সম্মেলনে বলা হয়, আবু নাছের জিলানীকে নিঃশর্ত মুক্তি না দিলে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এতে উপস্থিত ছিলেন দলের পৌরসভার সাধারণ সম্পাদক মো. ওসমান গণি, উপজেলা ইসলামী ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক এম জসিম উদ্দিন, উপজেলা যুবসেনার সভাপতি এস কে এম জাহাঙ্গীর আলম, পৌরসভার সভাপতি মাওলানা ফোরকান কাদেরী, মো. সেকান্দর কাদেরী, মো.আরিফুল ইসলাম ইমন, মো.আবদুর রশিদ, এস এম দেলওয়ার হোসেন আনিছ, আবদুল হামিদ, রিমন শরীফ, মো. রানা, মো.রিফাত হোসেন, মো.সাগর, মো.সায়েম, মো.আসিফ।
প্রসঙ্গত গত বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা পৌরসভার জামতল এলাকায় অভিযান চালিয়ে একটি খামার থেকে আবু নাছের জিলানীসহ তিনজনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। এসময় তাদের কাছ থেকে অস্ত্র-ককটেল উদ্ধার করা হয়।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত