বোয়ালখালী প্রতিনিধি:
বোয়ালখালীতে ইউনিয়ন পর্যায়ে জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে মাইগ্রেশন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৮জুন, বৃহস্পতিবার সকালে পশ্চিম গোমদণ্ডী হাজী জানে আলম উচ্চ বিদ্যালয়ে এ সভার আয়োজন করে সিমস প্রকল্প প্রত্যাশী। এতে প্রধান অতিথি ছিলেন পশ্চিম গোমদণ্ডী ইউপি চেয়ারম্যান হোসনে আরা বেগম। সেইফ মাইগ্রেশন প্রজেক্ট অফিসার আজিম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কো-অডিনেটর কৌশিক চক্রবর্তী, এক্সেস টু জাস্টিস প্রজেক্ট অফিসার সুমাইয়ানূর আলম, সোশ্যাল মোবিলাইজার আতাহার মোবাস্সের, শামীমা আকতার। উপস্থিত ছিলেন ইউপি সদস্য বশির আহম্মদ, ওয়ার্ড মাইগ্রেশন ফোরাম সভাপতি সুজায়েত আলী, উদ্যোক্তা মো. ইলিয়াছ, শিক্ষক মনোয়ারা বেগম, আবুল কাশেম, সেকান্দর জাবেদ, সিরাজুল ইসলাম ও মহিউদ্দিন।
বক্তারা জানান, সম্ভাব্য বিদেশগামী, বিদেশে অবস্থানরত ও বিদেশ ফেরত অভিবাসীর প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা ও তাঁদের পরিবারের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে সুইস এজেন্সি ফর ডেভেপমেন্ট এন্ড কো- অপারেশনের(এসডিসি) অর্থায়নে আন্তর্জাতিক সংস্থা হেলভেটাস বাংলাদেশ অভিবাসন প্রবণ চট্টগ্রাম, কুমিল্লা এবং নরসিংদী জেলার ২৩টি উপজেলার ১১৫টি ইউনিয়নে সিমস (স্ট্রেনদেনথ এন্ড ইনফরমেটিভ মাইগ্রেশন সিস্টেমস) প্রকল্পটি বাস্তবায়ন করছে।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত