1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৬ অপরাহ্ন

আল্লামা আব্দুল মাবুদ আলকাদরী’ (রহ.) ৩৮তম ওরশ

  • প্রকাশিত: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ৪৪৫ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

আল্লামা গাজী ইমাম শেরে বংলা (র.) এর প্রধান খলিফা শাহ সূফী আল্লামা মোহাম্মদ আব্দুল মাবুদ আলকাদেরী’ (রহ.) ৩৮তম বার্ষিক ওরশ শরীফ  বৃহস্পতিবার ২৩ সফর মোতাবেক (২৯ আগস্ট)  বোয়ালখালী উপজেলার খিতাপচর শাহ মাবুদিয়া দরবার শরীফে  মহাসমারোহে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আঞ্জুমানে আজিজিয়া মাবুদিয়া সুন্নিয়া বাংলাদেশ’র ব‍্যবস্থাপনায় গৃহীত কর্মসূচির মধ‍্যে রয়েছে – বাদ ফজর- খতমে কুরআন শরীফ ও খতমে খাজেগান শরীফ, সকাল ১০ টা থেকে- খতমে বোখারী শরীফ, বাদ আসর – খতমে গাউছিয়া শরীফ, বাদ মাগরিব-শানে মোস্তফা (সা.) ও শানে আওলিয়ায়ে কেরাম পরিবেশন, বাদ এশা থেকে মিলাদ মাহফিল আলোচনা, দোয়া-দরুদ, ফাতেহা, আখেরী মুনাজাত ও তাবরুক বিতরণ অনুষ্ঠান।
এতে আশেক ভক্ত মুরিদানদের প্রতি দাওয়াত জানান, দরবারের সাজ্জাদানশীন আল্লমা আলহাজ্ব মোহাম্মদ আবদুল করিম আলকাদরী (মা.)।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট