1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আর্তমানবতার সেবায় সবাইকে এগিয়ে আসতে হবে,চসিক মেয়র ডা.শাহাদাত হোসেন ওসমান হাদিকে গুলির ঘটনায় বিএনপির বিক্ষোভ মিছিলে ডা. শাহাদাত হোসেন  বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন বিএনপি থেকে ৫ বার বহিষ্কৃতমেজর (অব.) আখতারুজ্জামান পটিয়ায় শ্রীমৎ স্বামী নির্জ্জনানন্দ পুরীর উদ্যোগে শ্রীগুরুদের স্মরন ও জীব জগতের কল্যানে গীতাযজ্ঞ। ৫ আগস্ট পট পরিবর্তনের পর আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঝুলি থেকে সারা বাংলাদেশে শুধু শিবিরের আবির্ভাব ঘটেছে। ডিএমপি কমিশনারের বরাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ যে বক্তব্য দিয়েছেন, তা সত্য নয় বোয়ালখালীতে বিএনপির বিক্ষোভ গরীব অসহায় ও পথচারীদের মাঝে খাদ্য বিতরণ ও শীতকালীন মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত চন্দনাইশে ওরশ বিরিয়ানি এন্ড রেস্টুরেন্টের শুভ উদ্বোধন বোয়ালখালীতে বৈদ্যুতিক শট সার্কিটের আগুনে পুড়ে ছাই গেছে ৬ বসতঘর বোয়ালখালী প্রতিনিধি

আর্তমানবতার সেবায় সবাইকে এগিয়ে আসতে হবে,চসিক মেয়র ডা.শাহাদাত হোসেন

  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে

মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ, ব্যুরো চীফ

ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের ফ্রি মেডিকেল ক্যাম্পে ডা. শাহাদাত হোসেন
আর্তমানবতার সেবায় সবাইকে এগিয়ে আসতে হবে
চট্টগ্রামে আত্মমানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট এর উদ্যোগে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ মেডিকেল ক্যাম্পে অসহায় ও নিম্নআয়ের মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।
শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে শুলকবহর ওয়ার্ডস্থ ভরা পুকুর মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। অনুষ্ঠানে তিনি ক্যাম্প পরিদর্শন করেন এবং নিজে বিনামূল্যে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসাসেবা প্রদান করেন, যা উপস্থিত রোগী ও স্বজনদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, মানবসেবা সর্বোচ্চ মানবিক দায়িত্ব। সমাজে এখনও অনেক মানুষ আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক কর্তব্য। ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের মতো সংগঠনগুলো যেভাবে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছে, তা সত্যিই প্রশংসনীয় ও অনুকরণীয়।
তিনি আরও বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নগরবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য খাতে ভর্তুকি প্রদান করছে। সাধারণ মানুষ যেন স্বল্প ব্যয়ে উন্নত চিকিৎসা পায়, সে লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করা হচ্ছে। এরই অংশ হিসেবে নগরীর মেমন মাতৃসদন হাসপাতালে শিশুদের জন্য আধুনিক এনআইসিইউ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা চালু হলে সংকটাপন্ন শিশুদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত হবে।
মেয়র বলেন, চসিকের আওতাধীন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে ধাপে ধাপে উন্নত ও আধুনিক চিকিৎসাসেবা চালু করা হচ্ছে। দক্ষ জনবল, প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সেবার মান বৃদ্ধির মাধ্যমে নগরবাসীর আস্থা ফিরিয়ে আনা আমাদের লক্ষ্য। সরকার ও সিটি কর্পোরেশনের পাশাপাশি বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো একসঙ্গে কাজ করলে একটি মানবিক ও সুস্থ নগর গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর ড্যাবের সভাপতি প্রফেসর ডা. আব্বাস উদ্দীন। ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের উপদেষ্টা ডা. গোলাম কাদের চৌধুরী নোবেলের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক কাজী বেলাল উদ্দীন, সদস্য মামুনুল ইসলাম হুমায়ুন, কামরুল ইসলাম, আশরাফ উদ্দীন চৌধুরী, চট্টগ্রাম জেলা ড্যাবের সাধারণ সম্পাদক ডা. বেলায়েত হোসেন ঢালী, ড্যাব নেতা ডা. শাহনেওয়াজ সিরাজ মামুন, ডা. রিফাত কামাল, শাহিদুর রহমান বেলালসহ ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের উপদেষ্টা ও সদস্যবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাজী শামসুল আলম। সার্বিক সহযোগিতা করেন হাসান চৌধুরী ওসমান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট