বোয়ালখালী প্রতিনিধি:
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বাসিন্দা প্রবাসী আজিজুর রহমান তালুকদার (৪৭)। শনিবার (২৬ জুলাই) বিকেল ৫টার দিকে আবুধাবির শিল্পাঞ্চল মোসাফ্ফা সানাইয়ায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ভাই মো. মাসুদ। তিনি জানান, আজিজুর রহমান দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। বর্তমানে মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।
আজিজুর রহমান বোয়ালখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর গোমদণ্ডী এলাকার আফজাল তালুকদারের নতুন বাড়ির মরহুম মজিবুর রহমান তালুকদারের পুত্র। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
জানা গেছে, জীবিকার তাগিদে ১৯৯৭ সালে আজিজুর রহমান পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতে। সেখানে তিনি একটি ওয়ার্কশপে মেকানিক হিসেবে কাজ করতেন। মাঝখানে ছয় বছর দেশে অবস্থান করার পর পুনরায় আবুধাবিতে ফিরে যান।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত