1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ন

আবারো পাহাড় ধসে দুইজনের মৃ’ত্যু কক্সবাজারে (কক্সবাজার প্রতিনিধি)

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ২৪০ বার পড়া হয়েছে

কক্সবাজার প্রতিনিধিঃ

গত রাত ৩টা থেকে শুরু হওয়া ৪ ঘন্টা ধরে টানা ভারী বর্ষণের পর সকাল ৭টার দিকে পাহাড় ধসের পৃথক ঘটনায় ২ জনের মৃ’ত্যু হয় কক্সবাজারে।

বৃহস্পতিবার (১১ জুলাই) কক্সবাজার পৌর এলাকায় পাহাড় ধসে গৃহবধূসহ ২ জন মৃ’ত্যুর এ ঘটনাটি ঘটে ।

শহরের ০৬ নং ওয়ার্ডের পূর্ব পল্যান কাটা এলাকায় বসতঘরে পাহাড় ধসে স্থানীয় মোহাম্মদ করিমের স্ত্রী জমিলা বেগম (৩০) নিহত হয়েছেন৷ এছাড়া শহরের ০৭ নং ওয়ার্ডের সিকদার বাজার এলাকায় মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় সাইফুলের ছেলে মো: হাসানের (১০)।

নিহত জমিলার স্বামী করিম জানান, সকাল ৬টার দিকে ঘুম থেকে উঠেই নাস্তা খাওয়ার প্রস্তুতি নিচ্ছিল সপরিবারে। এসময় আচমকা পাহাড়ের কাদা মাটি বসত ঘরে পড়লে চাপা পড়ে গৃহবধূ জমিলা। তাকে স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃ’ত ঘোষণা করেন।

নিহত শিশু হাসানের পরিবার জানায়, পাহাড় ধসে ঘরের মাটির দেওয়ালে পড়লে মাটির দেওয়াল সহ আসবাবপত্র পড়ে নিহত শিশু হাসানের গায়ে। ঘটনাস্থল থেকে তাকে মৃত উদ্ধার করে স্থানীয়রা।

ঘটনার পর পাহাড় ধস এলাকা পরিদর্শন করেছেন কক্সবাজার ফায়ার সার্ভিস। এসময় পাহাড় ধসে ২ জন নিহতের খবর নিশ্চিত করেন ফায়ার সার্ভিস কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট