রবিউল হাসান, নোয়াখালী:
নোয়াখালী বিভাগের দাবিতে ঢাকায় আন্দোলন থেকে ফেরার পথে সোনাইমুড়ী গামী বাসে কুমিল্লা বিশ্বরোডে হামলা করেছে দুর্বৃত্তরা। এসময় বাস ভাংচুর ও ৩০ জন আন্দোলনকারীকে পিটিয়ে আহত করা হয়।
শনিবার সন্ধা সাড়ে ৬টার দিকে কুমিল্লা পদুয়ার বাজার বিশ্ব রোডের গোলচত্তরে ঘটণাটি ঘটে।
শনিবার (১১ অক্টোবর) নোয়াখালী বিভাগ দাবি করে জাতীয় প্রেসক্লাব ও রাজধানীর শাহবাগ মোড়ে আন্দোলন করে নোয়াখালীবাসী। এ আন্দোলনে অংশ নেন নোয়াখালীর সোনাইমুড়ীর ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের চেয়ারম্যান জহিরুল ইসলাম এবং এই সংগঠনের সেচ্ছাসেবকরা।
বিকালে আন্দোলন শেষে ফেরার পথে সোনাইমুড়ী গামী বাসে কুমিল্লা বিশ্বরোডে হামলা করেছে দুর্বৃত্তরা। এসময় ছাত্র সমন্বয়ক মোস্তাফিজুর রহমানসহ ৩০ জন আন্দোলনকারীকে পিটিয়ে আহত করে। সোনাইমুড়ীর ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশন স্বাধীন বাংলা বাস নিয়ে আন্দোলনে অংশগ্রহণ করে। এসময় ঐ বাসটি ভাংচুর করা হয়।
আন্দোলনকারীদের মধ্যে সাইফুল ইসলাম রিয়াদ জানান, ঢাকায় আন্দোলন শেষে আমরা সোনাইমুড়ী আসার পথে কুমিল্লার বিশ্ব রোডে দুর্বৃত্তরা প্রতিটি বাস থামিয়ে তল্লাশি করে। আন্দোলনে অংশগ্রহণকারী কাউকে পেলে হেনস্তা করে।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত