1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের পটিয়ায় শিক্ষা স্মৃতি মেধা পরীক্ষায় অংশ নিলো তিন শতাধিক শিক্ষার্থী পটিয়া সাতগাছিয়া দরবার শরীফ বড় মিয়া মঞ্জিলের জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত। টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশনের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন  পটিয়ায় জিরি ওঁকারেশ্বর যোগমঠ প্রতিষ্টাতা স্বামী জীবানন্দ অবধূত’র ৮২তম তিরোধান দিবস উদযাপন আকুবদণ্ডী ওয়ারেছ মোহছেনা উচ্চ বিদ্যালয়ে আন্তঃস্কুল ফুটবল  প্রতিযোগিতা সম্পন্ন কর্ণফুলীতে পুলিশ ও যৌথবাহিনীর অভিযানে ৬০ লিটার চোলাইমদ, ২টি সিএনজিসহ ৪ জন গ্রেফতার সিএনজি অটোরিকশা উল্টে শিশুসহ আহত ৪ যাত্রী যত্রতত্র গাড়ি রেখে যানজট সৃষ্টি করায় বোয়ালখালীতে ৫ জনকে জরিমানা লাইসেন্স হেলমেট না থাকায় ৬ চালকের জরিমানা সর্বসম্মতিক্রমে বিলুপ্ত ঘোষণা করা হইলো পটিয়া প্রবাসী সমিতি

আনোয়ারা ওষখাইন রজায়ী দরবার বিশ্ব নূর মঞ্জিলে শোহাদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী

সিনিয়র স্টাফ রিপোর্টার:
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রজায়ী যুব ত্বরিকত কমিটি বাংলাদেশ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক ওষখাইন রজায়ী দরবার শরীফ বিশ্ব নূর মঞ্জিল শাহী ময়দানে পবিত্র শোহাদায়ে কারবালা স্মরণে এক আজিমুশশান নূরানী মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২ জুলাই( বুধবার) বাদে মাগরিব থেকে গভীর রাত পর্যন্ত কুরআন হাদিসের আলোকে শোহাদায়ে কারবালার মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে বক্তারা বলেন, কারবালা প্রান্তরে আহলে বায়তে রাসূল (দ.)-এর নিষ্পাপ শিশু ও নারীরাও প্রচণ্ড ক্ষুধা ও পিপাসার মাঝে থেকেও ধৈর্য হারাননি। তাঁরা ত্যাগ, ধৈর্য ও সত্যের পথে অবিচল থেকে ইসলাম রক্ষার এক মহান দৃষ্টান্ত স্থাপন করেছেন।

বক্তারা আরও বলেন, শোহাদায়ে কারবালার শিক্ষা হলো প্রতিকূলতার মাঝেও দ্বীনের ওপর অটল থাকা, ধৈর্য ধারণ করা এবং সকল বিপদে আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা। কারবালার ঘটনা মুসলমানদের শেখায় কীভাবে সবর, ত্যাগ ও ঈমানের শক্তিতে সত্যের পক্ষে দাঁড়াতে হয়।
হযরত ইমাম হোসাইন (রা.)-এর নেতৃত্বে আহলে বায়তের সদস্যরা যে আত্মত্যাগ ও ঈমানী দৃঢ়তা দেখিয়েছেন, তা ইসলামি ইতিহাসের এক অমর অধ্যায়। কারবালার শিক্ষা শুধু স্মরণ করার নয়, বরং তা জীবনের প্রতিটি সংকটে কাজে লাগাতে হবে।

রাজয়ী দরবার বিশ্ব নূর মঞ্জিলের সাজ্জাদানশীন ও রজায়ী যুব ত্বরিকত কমিটি বাংলাদেশ’র চেয়ারম্যান পীরে ত্বরিকত আলহাজ্ব মুহাম্মদ খোরশেদ উল্লাহ রজায়ী (রজায়ী হুজুর)’র সভাপতিত্বে শাহজাদা নাঈম উদ্দীন রজায়ী’র
সঞ্চালনায় মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন শাহজাদা ইমাম উদ্দিন রজায়ী, প্রধান অতিথি ছিলেন আঞ্জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্ট বাংলাদেশ’র চেয়ারম্যান পীরে ত্বরিকত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা আলহাজ্ব আল্লামা আবুল কাসেম নূরী। বিশেষ মেহমান ছিলেন জামিরজুরী রজভিয়া আজিজিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ প্রবীণ আলেমেদ্বীন সুন্নি জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর আলহাজ্ব আল্লামা মুফতি আহমদ হোসাইন আল- কাদেরী।
প্রধান বক্তা ছিলেন দাওয়াতে ঈমানী বাংলাদেশ’র চেয়ারম্যান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও সাড়া জাগানো আলোড়ন বক্তা আল্লামা মুফতি গিয়াস উদ্দীন আত-ত্বাহেরী। বিশেষ বক্তা ছিলেন, হযরত শাহ্ সুফি আলী রজা ও একরাম শাহ্ রজায়ী (রাহ:) এতিমখানা’র পরিচালক তরুণ বক্তা মাওলানা কামরুদ্দীন নূরী সহ অসংখ্য আলেম-ওলামা ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে জাতির কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট