বোয়ালখালী প্রতিনিধি :
দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তাক আহমেদ খাঁন বলেছেন, ' স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে গিয়ে ভারতে বসে ষড়যন্ত্র করছে। এদেশকে ভারতের অঙ্গ রাজ্য বানাতে কাজ করেছিলো হাসিনা।
শুক্রবার (৯ মে) সন্ধ্যায় বোয়ালখালী পৌরসভার পশ্চিম কধুরখীলে ওয়ার্ড বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, '২০০৮ সালে মঈন উদ্দিন ফখরুদ্দিন কারচুপির মাধ্যমে নির্বাচনে ফ্যাসিবাদের উত্থান ঘটেছিলো। তাই সবাইকে সজাগ থাকতে হবে। আগামী নির্বাচন এদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।'
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে এবং রাষ্ট কাঠামো বিনির্মাণে এ সভা আয়োজন করা হয়। এতে উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ফয়সলের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কাজী জাহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নুরুন্নবী চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর বিএনপির সদস্য সচিব মো. ইউছুপ চৌধুরী, বিএনপি নেতা এ এম কামাল উদ্দিন, মো.মোসলেম মিয়া, সৈয়দ মোজাম্মেল হক, ইলিয়াস চৌধুরী, নজরুল ইসলাম বাবু, জহিরুল ইসলাম রাসেল, মো: জাহাঙ্গীর, জাবেদ আলম, মোরশেদ আলম, আমির হাসান জুয়েল, মো.হারুন, মঞ্জুর হোসেন ও জাহাঙ্গীর আলম মাস্টার। উপস্থিত ছিলেন, মো.শাহজাহান, সাইফুল রেজা, কাজী জাহেদ হাসান, মোহাম্মদ সোলমান, মোহাম্মদ আব্দুল মান্নান, রাব্বি, ইমাম, সাইফুল, মেহেদী, সৌরভ, টিপু, মুন্না ইলিয়াস৷
সভা শেষে কধুরখীল কৈবর্ত্যপাড়ায় অগ্নি দুর্গত পরিবারের খোঁজ খবর নিয়ে আর্থিক অনুদান দেন মোস্তাক আহমেদ খাঁন।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত