বোয়ালখালী প্রতিনিধি :
বোয়ালখালীর আকুবদণ্ডী ওয়ারেছ মোহছেনা উচ্চ বিদ্যালয়ে আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে বিদ্যালয় মাঠে আয়োজিত এ খেলায় ৮ম শ্রেণিকে ১–০ গোলে হারিয়ে ৯ম শ্রেণির শিক্ষার্থীরা চ্যাম্পিয়ন হয়েছে। খেলার নির্ধারিত সময়ে একমাত্র গোলটি করেন নবম শ্রেণির শিক্ষার্থী আজভী রহমান। খেলা পরিচালনা করেন সৈয়দ মকছুদুল আলম ডালিম।
এ প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে যুবরাজ নাথ, সেরা গোলদাতা সাদনান ইসলাম এবং সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছে মোহাম্মদ রায়হান।
এদিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মর্জিনা পারভীনের সভাপতিত্বে ও শহীদুল ইসলামের সঞালনায় এতে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব এস এম সেলিম। বিশেষ অতিথি ছিলেন অভিভাবক সদস্য স্বপন শীল, প্রধান শিক্ষক মো. সাইফুর রহমান, এস এম ইস্কান্দর ও সহকারী প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান। উপস্থিত ছিলেন আকতারুল আল ছোটন, মোহাম্মদ আলী, মো. সেলিম, সাইয়ুম উদ্দিন টিটু, সাইফুদ্দিন, আবদুল মন্নান, মো. নুরুল্লাহ, মো. তসলিম চৌধুরী, ইব্রাহিম মানিক, মো. বাহার, মো. কাশেম ও মো. শফিক সওদাগর।
বক্তারা বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের মাদক ও অসৎ কাজ থেকে দূরে রাখে।