1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারা ওষখাইন রজায়ী দরবার বিশ্ব নূর মঞ্জিলে শোহাদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত পথ শিশু, পথচারী, এতিম ও হেফজখানায় মৌসুমী ফল বিতরন করল প্রয়াস চন্দনাইশ প্রেসক্লাবের উপহার সামগ্রী বিতরণ চার বছরেও শেষ হয়নি কেরানী বাজার সেতু, কাঠের সাঁকোই ভরসা মাদক সেবনে বাধা দেওয়ায় বোয়ালখালীতে যুবককে মারধর বোয়ালখালীতে অনিয়মে তিন ক্লিনিককে জরিমানা, একটি সিলগালা পটিয়ায় চুরির দুই ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ৩ চোর উদ্ধার স্বর্ণালঙ্কার, মোবাইল ও নগদ টাকা বোয়ালখালীতে শিক্ষার্থীদের হাতে ফলজ ও বনজ গাছের চারা পটিয়ায় গ্রাম আদালতের চেয়ারম্যানের বিরুদ্ধে বিএনপির একাংশের বিক্ষোভ পটিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযানে মাদক মামলার আসামির আত্মসমর্পণ

আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্টা বার্ষিকী ও প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে কক্সবাজারে তিন দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন।

  • প্রকাশিত: রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ৩০৪ বার পড়া হয়েছে

এন.এ সাগর, কক্সবাজারঃ

আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্টা বার্ষিকী ও ‘প্লাটিনামজয়ন্তী’ উপলক্ষে কক্সবাজার জেলা আওয়ামী লীগের তিনদিনের অনুষ্ঠানে মালার আজ প্রথম দিন বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও কেক কাটার মধ্য দিয়ে শুরু হয়।

ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সকল আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্বদানকারী দেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কক্সবাজারে নানা কর্মসূচি পালন করা হয়।

২৩ জুন, রোববার, বিকালে পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত ময়দানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে তিন দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়। এরপর বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে বের করা হয় বর্ণাঢ্য আনন্দ র‍্যালী। এতে নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।

র‍্যালীতে বিশাল জাতীয় পতাকা, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি নিয়ে স্বতঃস্ফূর্ত অংশ নেয় যুবলীগ, ছাত্রলীগ, পৌর আওয়ামী লীগ, সদর আওয়ামী লীগ, শ্রমিক লীগ, মৎস্যজীবী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বাদ্য বাজনার তালে তালে সবার মুখে ছিল সমৃদ্ধ বাংলাদেশের উন্নয়নের ফুলঝারি। র‍্যালীটি শহরের প্রধান সড়ক পদক্ষিণ করে শহীদ দৌলত ময়দানে এসে কেক কাটা হয়।

সকালে পুষ্পমাল্য অর্পণ করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। পরে প্রয়াত নেতাকর্মীদের জন্য দোয়া করা হয়।

১৯৪৯ সালের ২৩ জুন ঐতিহাসিক পেক্ষাপটে যাত্রা শুরু হয় উপমহাদেশের অন্যতম এ রাজনৈতিক সংগঠনের। বাংলাদেশ আওয়ামী লীগ শুধু এ দেশের প্রাচীনতম ও সর্ববৃহৎ রাজেনৈতিক সংগঠনই নয়, বাংলাদেশের রাজনীতির মূলধারা ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ও আওয়ামী লীগের ইতিহাস একইসূত্রে গাঁথা।

আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্টা বার্ষিকী ও ‘প্লাটিনামজয়ন্তী’ উপলক্ষে কক্সবাজার জেলা আওয়ামী লীগের তিনদিনের অনুষ্ঠান মালায় আগামীকাল ২৪ জুন সোমবার বিকাল ৩টা পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত ময়দানে আলোচনা সভা। সন্ধা ৭ টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান। ২৫ জুন সকাল ১১ টায় দলের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে ‘সবুজ ধরিত্রী’ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপ কর্মসূচির উদ্ধোধন| স্থান কস্তুরাঘাট নতুন ব্রিজের গোলচত্বর (উভয়পাশে) অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট