বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে অনুমোদন ও লাইসেন্স ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির দায়ে তিন প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলার শাকপুরা ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ।
অভিযানে অস্বাস্থ্যকর উপায়ে খাদ্য উৎপাদনের দায়ে ‘মা বাবার দোয়া বেকারি’র স্বত্বাধিকারী ইমাম হোসেনকে ৩০ হাজার টাকা, লাইসেন্স প্রদর্শন করতে না পারায় ‘ফুলকলি’ বেকারির স্বত্বাধিকারী ইব্রাহিমকে ৫ হাজার টাকা এবং বিএসটিআইয়ের অনুমোদন ব্যতীত পণ্য বিক্রির দায়ে ‘গোল বাহার স্টোর’র মালিক মাহফুজুল হককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহযোগিতা করেন বোয়ালখালী থানা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইউএনও মো. রহমত উল্লাহ।