1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এপেক্স ক্লাব অব চট্টগ্রাম মেট্রোপলিটনের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ, ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি শ্রীপুর বুড়া মসজিদে বৃক্ষ রোপণ ও চারা বিতরণ সোনাইমুড়ীতে সংসদীয় আসনের দাবিতে মানববন্ধন প্রত্যয়ের সাংস্কৃতিক আয়োজন “আনন্দলোকে মঙ্গলালোকে” আনোয়ারা ওষখাইন রজায়ী দরবার বিশ্ব নূর মঞ্জিলে শোহাদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত পথ শিশু, পথচারী, এতিম ও হেফজখানায় মৌসুমী ফল বিতরন করল প্রয়াস চন্দনাইশ প্রেসক্লাবের উপহার সামগ্রী বিতরণ চার বছরেও শেষ হয়নি কেরানী বাজার সেতু, কাঠের সাঁকোই ভরসা মাদক সেবনে বাধা দেওয়ায় বোয়ালখালীতে যুবককে মারধর বোয়ালখালীতে অনিয়মে তিন ক্লিনিককে জরিমানা, একটি সিলগালা

অলৌকিক দৃশ্য দেখার জন্য হাজার হাজার মানুষের ভীড়

  • প্রকাশিত: বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

আবু নাঈম, বোয়ালখালী চট্টগ্রাম :

চট্টগ্রামের বোয়ালখালীতে হযরত হযরত শেখ শরফুদ্দীন শাহ বু-আলী কালান্দর শাহ (রঃ) বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হয়েছে।

বার্ষিক ওরশ শরীফকে ঘিরে লাখো ভক্তের মিলনমেলায় পরিণত হয়।

প্রতিবছরের ন্যায় ৫ ফাল্গুন মোতাবেক  (১৮ ফেব্রুয়ারী) মঙ্গলবার চট্টগ্রামের বোয়ালখালী  উপজেলার করলডেঙ্গা পাহাড়ের পাদদেশে শত বছরের পূর্বে গড়ে উঠা আস্তানা শরীফে মহাসমারোহে এই ওরশ শরীফ অনুষ্ঠিত হয়।

রীতি অনুযায়ী ওরশের দিন র্সূয ডুবার সময় গরু-মহিষ জবাই করা হয়। আর এ সময় মাজারের চারপাশে গাছপালার উপর দিয়ে শির শির করে ধোয়া বের হয়। এসব ধোয়াকে অনেকে  অলৌকিক ধোয়া বলে অভিহিত করেন। এই অলৌকিক দৃশ্য দেখার জন্য প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সহ সকল ধর্মের লাখো আশেক ভক্তের সমাগম ঘটে।

রাউজান নোয়াপাড়া থেকে মাজার জিয়ারত করতে আসা শফিকুল আলম বলেন, প্রতিবছর ফাল্গুনে পরিবারের সবাইকে নিয়ে এ মাজারে জিয়ারত করতে আসি। ওরশ শরীফ অনুষ্ঠানকে ঘিরে গরু-মহিষ জবেহ করার সময় মাজারের চারপাশের গাছ থেকে অলৌকিক ধোয়া বের হয়। তা দেখার জন্য প্রতিবছর ওরশের সময় এখানে আসা হয় এই বছরও এসেছি। আল্লাহ বাঁচিয়ে রাখলে সামনের ফাল্গুনে ওরশ শরীফে আবারো আসবো।

কক্সবাজার জেলা থেকে  কাফেলা নিয়ে আসা গিয়াস তালুকদার বলেন মাজারের অলৌকিক ধোয়ার কথা শুনাতেই এখানে ছুটে আসা। এ অলৌকিক ধোয়া নিজের চোখে দেখলাম। যদি সুযোগ হয়, ইনশাআল্লাহ আবার বছর ঘুরে আসলে ফাল্গুনের ওরশ শরীফে অলৌকিক ধোয়া দেখার জন্য আসবো।

ফাল্গুন মাসে এ মাজারের ওরশ শরীফকে ঘিরে হাজারো মানুষের ভিড় জমে।

ওরশ শরীফ উপলক্ষে খতমে কোরআন শরিফ,  খতমে গাউছিয়া শরীফ, খতমে খাজেগান সহ মিলাদ-মাহফিল, দোয়া-মুনাজাত ও তাবরুক বিতরণ করা হয়।

উল্লেখ্য, বোয়ালখালী উপজেলা হযরত বু-আলী কলন্দর শাহ (রহ:) এর নামেই উপজেলার নাম করণ করা হয় বলে জানা যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট