বোয়ালখালী প্রতিনিধি :
চট্টগ্রাম বোয়ালখালীতে অগ্নি দুর্গত ৯ পরিবারকে শুকনো খাবার ও আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ।
শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে পৌরসভার পশ্চিম কধুরখীলের পরান বাপের বাড়িতে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন।
ইউএনও মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক আগুনে ক্ষতিগ্রস্ত ৯ পরিবারের মাঝে শুকনো খাবার, কম্বল ও নগদ ২হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত