বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রাম বোয়ালখালীতে হযরত শাহ বু আলী কালন্দর (রহঃ) এর মাজার পরিচালনা কমিটির সভাপতি বদিউর রহমান সওদাগরের আত্মার মাগফেরাত কামনায় শোকসভা ও আসন্ন বার্ষিক ওরশ শরীফ-২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) দুপুর ৩টায় হযরত শাহ বু আলী কালন্দর (রহঃ) এর মাজার প্রাঙ্গণে হযরত শাহ বু আলী কালন্দর (রহঃ) এর মাজার ও ৫ই ফাল্গুন ওরশ পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় এ আলোচনা সভা আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহলা কড়লডেঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান হামিদুল হক মন্নান, বিশেষ অতিথি ছিলেন হযরত শাহ বু আলী কালন্দর (রহঃ) এর মাজার পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আবদুল হক মিস্ত্রি, সহ সভাপতি ফারুখ আহমদ, মোস্তাক আহমদ, সাধারণ সম্পাদক মাহবু্বুল আলম তালুকদার, যুগ্ম সম্পাদক মুহাম্মদ গিয়াস উদ্দিন সিদ্দিকী, প্রচার সম্পাদক আবদুশ শুক্কুর, কোষাদক্ষ মো. শাহ আলম, সদস্য দিদারুল আলম, মো. নাজিম,মো. মহসিন,আনোয়ার হোসেন মানিক,মীর আহমদ, ইউচুপ প্রমুখ।
শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া মোনাজাত করা হয়।