1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেরদৌস বেগম চৌধুরী’র ইন্তেকাল দেশ সেবায় প্রয়াস নিঃস্বার্থ ভাবে কাজ করে যাচ্ছে; প্রয়াসের ১৬তম বর্ষপূর্তি ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে আজাদী সম্পাদক চন্দনাইশে ফুলেল শুভেচ্ছা অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি মেয়র ডা.শাহাদাত হোসেন পটিয়ায় জিরি আল কুরআন একাডেমির ৫ম শ্রেনীর বিদায় সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্টিত সাতকানিয়ায় স্থানীয়  চিহ্নিত সন্ত্রাসীদের কর্তৃক আমিরাত প্রবাসীর বৃদ্ধ বাবাকে হত্যা চেষ্টা ৪ ফার্মেসিকে বোয়ালখালীতে ৮৩ হাজার টাকা জরিমানা বিকাশের দোকানের লাখ টাকা চুরির ঘটনায় বোয়ালখালীতে একজন গ্রেপ্তার আলহাজ্ব মাওলানা সিরাজুল ইসলাম চৌধুরী’র ইন্তেকাল বোয়ালখালী ডিজিটাল একাডেমিতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বোয়ালখালীতে পরিমাণের চেয়ে ওজনে কম লাইসেন্স না থাকায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

৩২ হাজার পরিবারের জন্য উপহার নিয়ে বর্ন্যা দুর্গতদের পাশে ‘আল মানাহিল ফাউন্ডেশন’

  • প্রকাশিত: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ১০০ বার পড়া হয়েছে

৩২ হাজার পরিবারের জন্য শুকনো খাবার সামগ্রি নিয়ে বর্ন্যা দুর্গত এলাকায় বানবাসী মানুষের পাশে দাঁড়িয়েছে মানবিক সংগঠন আল মানাহিল ফাউন্ডেশন। দেশের বিভিন্ন এলাকায় ইতিমধ্যে প্রথম দফায় ১৬ হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রি বিতরণ করেছে সংগঠনটি। চলমান আছে ১০ হাজার পরিবারের মাঝে ফুড প্যাক খাবার বিতরণ কার্যক্রম।

এছাড়া তৃতীয় দফায় আরো ৬ হাজার পরিবারের জন্য বড় আকারে শুকনো ফুড প্যাক খাবার বিতরণের উদ্যোগ নিয়েছে মানবিক সংগঠনটি।

সাম্প্রতিক বর্ন্যা কবলিত ফেনীতে গত ২২ আগস্ট উদ্ধার কার্যক্রম শুরু করে আল মানাহিল ফাউন্ডেশন। ৫টি বোটের মাধ্যমে প্রথম তিনদিনে (৬০০) শতের অধিক মানুষকে উদ্ধার করতে সক্ষম হয় সংগঠনটি।

এরপর শুকনো খাবার বিতরণ কার্যক্রম শুরু হয়। ১৬ হাজার পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়। দ্বিতীয় দফায় আরো ১০ হাজার পরিবারের মাঝে শুকনো ফুড প্যাক খাবার বিতরণ কার্যক্রম চলমান রাখা হয়েছে। তৃতীয় ধাপে বড় আকারে আরো ৬ হাজার পরিবারের মাঝে শুকনো ফুড প্যাক খাবার বিতরণের উদ্যোগ আছে সংগঠনটির।

আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা হেলাল উদ্দিন বিন জমির জানান, ২২ আগস্ট থেকে ফেনীতে বর্ন্যায় আটকে যাওয়া লোকজনকে উদ্ধারে কার্যক্রম শুরু করা হয়। ৬টি বোটের মাধ্যমে প্রথম তিনদিনে( ৬০০) অধিক মানুষকে উদ্ধার করা সম্ভব হয়। এরপর শুকনো খাবার বিতরণ কার্যক্রম শুরু করা হয়। ১৬ হাজার পরিবারের মাঝে ১৫০ জন খাদ্য সামগ্রি বিতরণ করা হয়। দ্বিতীয় ধাপে আরো ১০ হাজার পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ কার্যক্রম চলমান আছে।
তৃতীয় ধাপে আরো ৬ হাজার পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হবে।

তিনি বলেন, বিভিন্নভাবে মানুষজন আমাদের সহায়তা করে যাচ্ছেন। বর্ন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে। আমাদের কার্যক্রমে কেউ শরিক হতে চাইলে অনুদান পাঠাতে পারেন। ০১৭৮৫ ৭২৭৯২০ (বিকাশ মার্চেন্ট, পেমেন্ট অপশন থেকে)। ০১৮৮৬ ৫৭৬৭৭৫ ( বিকাশ পার্সোনাল ) ০১৮৮৬ ৫৭৬৭৭৬ ( বিকাশ পার্সোনাল ) ০১৮৮৬ ৫৭৬৭৭৫ (নগদ পার্সোনাল ) ০১৮৮৬ ৫৭৬৭৭৫৩ (রকেট )। তাছাড়া আল মানাহিল ওয়েল ফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ, একাউন্ট নং-০১০০১৩২৯৫৪২০২, জনতা ব্যাংক, মিমি সুপার মার্কেট শাখা, চট্টগ্রাম এই হিসাবে সহায়তা পাঠাতে পারবেন।

ফাউন্ডেশনের চলমান শুকনো খাবার বিতরণ কার্যক্রমের মধ্যে প্রতি প্যাকেটে আছে, ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি চিনি, ২ কেজি তেল, ১ কেজি লবণ, ৩ প্যাকেট বিস্কুট, পানি ২ লিটার, মুড়ি ও খাবার স্যালাইন।

তৃতীয় দফায় শুকনো খাবারের মধ্যে থাকবে, ২৫ কেজি চাল, ৩ কেজি ডাল, ৩ কেজি চিনি, ২ লিটার তেল, ১ কেজি লবণ, ৪ প্যাকেট বিস্কুট, পানি ৫ লিটার ও স্যালাইন এক বক্স।

উল্লেখ্য, আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ ১৯৯৮ সালে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় প্রতিষ্ঠিত একটি বেসরকারি দাতব্য সংস্থা। প্রতিষ্ঠালগ্ন থেকে এটি নলকূপ স্থাপন, মসজিদ, মাদ্রাসা-মক্তব, অজুখানা প্রতিষ্ঠা, দুর্যোগকালে ত্রাণ বিতরণ এবং রোহিঙ্গা আশ্রয়প্রার্থীদের মধ্যে সেবা ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা সহ নানারকম কার্যক্রম পরিচালনা করে আসছে। করোনাকালে চিকিৎসাক্ষেত্রে অবদানের জন্য এটি আলোচিত হয়েছে। করোনা ভাইরাস মহামারি ছড়িয়ে পড়ার পর করোনা আক্রান্ত হয়ে মৃতদের দাফনের কাজ শুরু করে সংগঠনটি। করোনা মহামারির শুরুর এক বছরে এটি তিন হাজারেরও বেশি মানুষের দাফন কাফন এবং সৎকারের পাশাপাশি একটি হাসপাতাল পরিচালনা করছে।

উপস্থিত বক্তব্য রাখেন, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদউদ্দিন ,সার্বিক পরিচালনায়
সিহাব উদ্দিন ভাইস প্রেসিডেন্ট এবং আল মানাহিল কর্মকর্তাবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট