বিশেষ প্রতিনিধিঃ
২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষকলীগ পটিয়া উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসোধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এই সময় উপস্থিত ছিলেন পটিয়া থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ,জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোতাহারুল ইসলাম চৌধুরী।
পটিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম শামসুজ্জামান চৌধুরী ,সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ ,চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষকলীগের সহ-সভাপতি ও পটিয়া উপজেলার আহ্বায়ক সৈয়দ নুরুল আবছার,যুগ্ম আহ্বায়ক শেখ আলমগীর আলম, উত্তম ভট্টাচার্য, অধ্যাপক রোশনগির আমীরী, জাহাঙ্গীর আলম, সদস্য সচিব সৈয়দ মিয়া হাসান , উপজেলা কৃষকলীগ সদস্য নুরুল আমিন, ইব্রাহিম রানা নুরুল ইসলাম, শাহাজাহান কিবরিয়া, মোহাম্মদ জসিম উদ্দিন কমান্ডার, মোঃ কামাল উদ্দিন সওদাগর , আব্দুস সালাম, সেকান্দর বাদশা, রেখা দাস, তসলিমা নূর, আবুল কাশেম,মকবুল হোসেন মোঃ হাসান, মোহাম্মদ নাসু, মোহাম্মদ আজিম উদ্দিন, মোহাম্মদ বাবু প্রিয়তোষ বড়ুয়া মোহাম্মদ সাইফুদ্দিন জুনু, মোঃ নোমান , আব্দুল করিম মেম্বার, সৈয়দ মেম্বার, মীর এরশাদুর রহমান, মোঃ আবুল খায়ের, ইয়ার মোহাম্মদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, মহান স্বাধীনতা দিবসের মাধ্যমে বাঙালি জাতি স্বাধীন দেশ হিসেবে যেই স্বীকৃতি অর্জন করেছেন তা লালন পালন করে নতুন প্রজন্মকে এই দেশের জন্য কাজ করতে হবে।
বাঙালি জাতির মুক্তির আন্দোলন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে গড়ে উঠেছিল।
তার আদর্শ বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে স্মার্ট দেশে রূপান্তর করতে সকলকে একযুগে কাজ করতে হবে।