1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
গাইবান্ধায় সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় করেন পুলিশ সুপার মোশাররফ হোসেন পিপিএম পটিয়ার জিরি জনকল্যান সংঘের উদ্যোগে বন্যা দুর্গতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন স্বেচ্ছাসেবী সংগঠন “শিখর” বন্যা পরবর্তী বাসস্থান পুর্নাবাসনে ছাত্র সংগঠনের সহায়তা পটিয়ায় জন্মাষ্টমীর উদযাপন পরিষদের উদ্যেগে প্রার্থনা ও সভা অনুষ্ঠিত কক্সবাজারে শীর্ষ ৮ সন্ত্রাসী অস্ত্রসহ গ্রেফতার সোনাইমুড়ীতে ১ মরদেহ উদ্ধার করেছে পুলিশ সাতকানিয়া মির্জাখীল দরবার শরীফের পীর সাহেব মাওলানা মুহাম্মদ আব্দুল হামিদ শাহ্ প্রকাশ নূর মিয়া ইন্তেকাল, জানাজা শুক্রবার মাদ্রাসায় না গিয়েও নিয়মিত বেতন তোলেন তিন শিক্ষক..! চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানের পাশে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন।

১৮ দিন পর বিদ্যুতের দেখা পেলো রুমা উপজেলার মানুষ, স্বস্তিতে এলাকাবাসী

  • প্রকাশিত: শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ২৩৪ বার পড়া হয়েছে

রুমা প্রতিনিধি ॥ সাম্প্রতিক বন্যা ও পাহাড় ধসের ঘটনায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন থাকার ১৮দিন পর বৃহস্পতিবার (২৪ আগষ্ট) বিকেলে বান্দরবানের দূর্গম রুমা উপজেলায় বিদ্যুৎ সরবরাহ চালু হয়েছে। এতে স্বস্তির নির্শ্বাস ফেলেছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। তবে এখনো বিদ্যুৎ সরবরাহ হলেও বিচ্ছিন্ন রয়েছে সড়ক যোগাযোগের ব্যবস্থা।

বান্দরবানের বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ আমির হোসেন মাসুম বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেলে বান্দরবানের রুমা উপজেলায় বিদ্যুৎ সরবরাহ চালু হয়েছে।
সুত্রে জানা যায়, গত ৪ আগষ্ট থেকে ভারী বর্ষণের কারনে বান্দরবানে ভয়াবহ বন্যা ও পাহাড় ধসে বান্দরবান-থানচি ও রুমা সড়কের বিভিন্ন জায়গায় পাহাড় ধসে বিদ্যুৎতের খুঁটি উপড়ে পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। যার ফলে সাধারণ মানুষ অন্ধকারে দিন কাটাচ্ছিল। এরপরে দীর্ঘ ১২দিন অক্লান্ত পরিশ্রমের ফলে শনিবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে বান্দরবানের থানচিতে বিদুৎ সরবরাহ শুরু হয়।
পরে ২০ আগস্ট থেকে রুমা উপজেলায় বিদ্যুৎ সরবরাহ চালু করতে বান্দরবানের বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ আমির হোসেন মাসুম এর নেতৃত্বে বিদ্যুৎ বিভাগের কর্মচারীরা দুর্গম রুমা উপজেলার বিভিন্ন পয়েন্টে দিনরাত পরিশ্রম করে বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেলে বিদ্যুৎ সরবরাহ চালু করে।
রুমা বাজার পরিচালনা কমিটির সভাপতি অঞ্জন বড়ুয়া জানান, ১৮দিন পর বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেল থেকে রুমা উপজেলায় ফের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়ায় মানুষের মাঝে কর্মচাঞ্চল্যতা ফিরে এসেছে, দীর্ঘদিন বিদ্যুৎ না থাকায় বাজারের অনেক মালামাল বিদ্যুতের অভাবে নষ্ট হয়ে গেছে।
বান্দরবানের বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ আমির হোসেন মাসুম জানান, বন্যা ও পাহাড় ধসে রুমা এলাকায় দীর্ঘদিন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিলো। পরে বৃষ্টি কমার সাথে সাথে রাতদিন পরিশ্রম করে ট্রান্সফরমার গুলো পরীক্ষা-নীরিক্ষা শেষে বৃহস্পতিবার বিকেলে রুমা উপজেলায় বিদ্যুৎ সরবরাহ ফের চালু করা হয়েছে। তিনি আরও জানান, এবারের বন্যা আর অতিবৃষ্টিতে বান্দরবানে বিদ্যুৎখাতে প্রায় শত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট