সামাজিক সংগঠন প্রয়াসের উদ্যোগে ১৫তম বর্ষপূতি এবং প্রয়াস অ্যাওয়ার্ড ২০২৩ প্রদান অনুষ্ঠান ২ ডিসেম্বর শনিবার নগরের বনজৌর রেষ্টুরেন্টে সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। প্রয়াস সভাপতি হাসান মুরাদ চৌধুরী মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. মোহাম্মদ ইসমাইল খান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ। মুখ্য আলোচক ছিলেন বাংলাদেশ বøাইন্ড ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান লায়ন হুমায়ন কবির। ডিজিটাল ব্যানার কেটে ১৫তম বর্ষপূর্তির উদ্বোধন করেন রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক ৩২৮২ এর এরিয়া ডিরেক্টর রোটারিয়ান জাহেদা আকতার মিতা। স্বাগত বক্তব্য রাখেন ১৫তম বর্ষপূতির আয়োজন কমিটির চেয়ারম্যান প্রকৌশলী মোমিনুল হক। সম্মানিত অতিথি ছিলেন পোর্ট সিটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা: মো: নুরুল আনোয়ার, দি সিনিয়র সিটিজেন সোসাইটির সেক্রেটারী লায়ন এ.এম কামাল উদ্দিন চৌধুরী, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চট্টগ্রাম কেন্দ্রের প্রাক্তন চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম। ১৫তম বর্ষপূর্তির আয়োজন কমিটির কো-চেয়ারম্যান লায়ন সন্তোষ কুমার নন্দী, সংস্কার বাংলাদেশের উপদেষ্টা ডা: মো: জাকিরুল ইসলাম, নিরব সমাজকর্মী জগলুল হায়দার, অনুষ্ঠানের সদস্য সচিব রোটা: তাসনুভা হায়দার নোভা। প্রয়াস অ্যাওয়ার্ড ২০২৩ নির্বাচিত সংবর্ধিত অতিথিরা ছিলেন করোনাকালীন সম্মূখ যোদ্ধা ও মানবিক ডা: এম.ওয়াই পারভেজ, বাংলাদেশের সফল ফ্যাশন ডিজাইনার আইভী হাসান, দেশ সেরা অনুপ্রেরনাকারী সফল উদ্যোক্তা আনিকা আনোয়ার, তরুন সফল নারী ব্যক্তিত্ব সাদমান সাইকা সেফা এবং সফল নারী ব্যবসায়ী সারিস্ত্ বিনতে নুর। অনুষ্ঠানে মরনোত্তর সম্মাননা ২০২৩ প্রদান করা হয় দেশবরেন্য মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা: মো: রিদওয়ানউর রহমান, সার্বিক সহযোগিতায় ছিলেন প্রয়াস পরিচালক মহসীন উল কাদের, চৌধুরী সাহাদাত হোসেন, বেলায়েত হোসেন চৌধুরী রুবায়েত, হেফাজ উদ্দিন আহমেদ, সাহিদা আখতার, ডা: মো: রেজাউল ইসলাম এবং প্রয়াস পরিবার। সচিব প্রতিবেদন পাঠ করেন প্রয়াস সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম জনি। উপস্থাপনায় ছিলেন কিবরিয়া হোসেন বাপ্পী ও ওয়াজিহা রুহানা চৌধুরী আফরা। অনুষ্ঠানে সমাজের সুবিধাবঞ্চিত এক নারীকে সাবলম্বি করার জন্য এককালীন আর্থিক অনুদান দেওয়া হয়। অনুষ্ঠান উৎসর্গ করা হয় বীর মুক্তিযোদ্ধা, প্রবীন রাজনীতিবীদ লায়ন এম সামশুল হক এজেএফ এবং জাহিদুল ইসলাম আয়ানকে। প্রধান অতিথি ডা: মোহাম্মদ ইসমাইল খান বলেন দেশ বিনির্মানে প্রয়াস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাই প্রয়াস পরিবারকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। অনুষ্ঠান সফল হওয়ায় প্রয়াস সভাপতি হাসান মুরাদ চৌধুরী মামুন সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।