মুহাম্মদ ইরফাত হোসেন চৌধুরী
রাউজান প্রতিনিধি।
দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদী শুধু এদেশের সম্পদ নয় এটি পুরো বিশ্বের সম্পদ। আগামীতে হালদাকে বাঁচাতে এবং তার জীববৈচিত্র্য রক্ষায় শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে। গতকাল বৃহস্পতিবার (১৩জুলাই) বিকেলে রাউজানের পশ্চিম বিনাজুরী উচ্চ বিদ্যালয়ে হালদা নদীকে নিয়ে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত স্কুল ক্যম্পেইনে বক্তারা এসব কথা বলেন।
এ উপলক্ষে নদী নিয়ে রচনা, বিতর্ক, কুইজ, চিত্রাংকন ও দেয়াল পত্রিকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান ও হালদা গবেষক প্রফেসর ড. মনজুরুল কিবরিয়া। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সাংবাদিক মোহাম্মদ আলী, সাবেক ইউপি চেয়ারম্যান সুকুমার বড়ুয়া। আইডিএফের উপ নির্বাহী পরিচালক মুহাম্মদ নিজাম উদ্দীনের সভাপতিত্বে ও প্রোগ্রাম ম্যানেজার মাহমুদুল হাসানের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধান শিক্ষক লিটন বড়ুয়া। স্বাগত বক্তব্য রাখেন আইডিএফের প্রকল্প পরিচালক শাহ আলম। বক্তব্য রাখেন প্রকল্প ব্যবস্থাপক আবদুল্লাহ আল নুর। উপস্থিত ছিলেন রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাহেদুল আলম, তৈয়ব চৌধুরী, সাংবাদিক আনিসুর রহমান।