1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
অসহায় ক্যান্সার রোগীর উন্নত চিকিৎসার দায়িত্ব নিলো প্রয়াস বোয়ালখালীতে আমন ধানের নমুনা শস্য কর্তন ও মাঠ পরিদর্শন সারাশব্দ ছাড়া এসে পড়ে ওয়াগন ট্রেন, অল্পের জন্য রক্ষা শতশত মানুষের প্রাণ ইসলামী ফ্রন্টের সংবাদ সম্মেলন: আবু নাছের জিলানীর মুক্তি না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি জাতীয় নির্বাচনের আগেই গণভোট অনুষ্ঠিত হতে হবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। , হ-ত্যাচেষ্টার অভিযোগে খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল এবং তার সহযোগী মো. ফয়সালের বিরুদ্ধে মা-মলা জুলাই জাতীয় সনদের আলোকে গণভোটের ব্যালটে উপস্থাপনীয় প্রশ্ন নির্ধারণ করেছে সরকার। সোনাইমুড়ীতে ঝটিকা মিছিল করেছে আ.লীগ কয়েকদিন যাবৎ আওয়ামী ফ্যাসিবাদিরা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টি করছে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার নাশকতার প্রস্তুতির অভিযোগে বোয়ালখালীতে তিনজন আটক

হামলার ভয়ে পালিয়ে ও রক্ষা হলো না! পটিয়ায় এক প্রবাসীর স্ত্রী প্রতিপক্ষের হামলায় আহত

  • প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৩৭২ বার পড়া হয়েছে

পটিয়া চট্টগ্রাম সংবাদদাতা : চট্রগ্রামের পটিয়ায় প্রতিপক্ষের হামলায় এক প্রবাসীর স্ত্রী গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটে উপজেলার কচুয়াই ইউনিয়নের ৮ নং ওয়ার্ড এর বদলা পাড়ায় গত শুক্রবার বিকেলে। জানা যায়, প্রতিপক্ষগন বসত ঘরের চলাচল পথ পাকা দেয়াল দিয়ে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদ করার জের ধরে এ ঘটনা ঘটে। গত ১ সপ্তাহ ধরে প্রবাসীর স্ত্রী সহ ঘরের সদস্যরা ঘরে প্রবেশ করতে না পারায় আত্মীয় স্বজনের বাড়িতে অবস্থান করছেন বলে জানান । স্থানীয় ও অভিযোগ সূত্রে প্রকাশ, গত ২৭শে জুন শুক্রবার বিকেলে প্রবাসীর স্ত্রী আইরিন সুলতানা তার বাড়িতে গেলে তাকে তার ভাসুরের ছেলে মোহাম্মদ দুলাল, সাইফুদ্দিন,আফছার উদ্দীন আবির,মো:ইসমাঈল,মনির উদ্দীন,মো: সাইফুদ্দিন,বেলাল উদ্দীন, খালেদা বেগম সহ আরো বেশ কয়েকজন অজ্ঞাত নামা লোকজন তাকে একা পেয়ে বেদম পিটিয়ে আহত করে বলে তিনি অভিযোগ করেন। তিনি জানান,প্রতিপক্ষরা ২৫ বছরের পুরোনো চলাচল পথ অবরুদ্ধ করে তাকে ও তার পরিবারকে জোরপূর্বক বাড়ী ছাড়া করার অপচেষ্টা চালাচ্ছেন। এ নিয়ে তিনি ১৪৭ ধারার মামলা করলে শুক্রবার দুপুরে আদালতের আদেশে পুলিশ উভয় পক্ষকে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে নোটিশ দেন । এতে নোটিশ দিয়ে পুলিশ চলে আসার পর তিনি বিকেলে তার বসত বাড়ীতে ডুকার জন্য চেষ্টা করেন। এ সময় প্রতিপক্ষরা তাকে বেদম পিটিয়ে আহত করে। এ সময় তার ব্যাগ থেকে নগদ ৪৩ হাজার টাকা ও মূল্যবান কাগজ পত্র ছিনিয়ে বলে তিনি অভিযোগ করেন।

পরে লোকজনের সহায়তায় তিনি পটিয়া হাসপাতালে চিকিৎসা গ্রহন করলে আঘাত গুরুতর হওয়ায় পটিয়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে চমেক হাসপাতালে রের্ফাড করেন ।
তিনি বর্তমানে প্রতিপক্ষের পুনরায় হামলা ও প্রাননাশের হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি ও তার পরিবারের নিরাপত্তার জন্য প্রশাসনের কাছে মানবিক আবেদন জানিয়ে বলেন, তারা আমার ঘর বাড়ি ও দোকান ভাংচুর করে লুটপাট করতে পারে । প্রতিপক্ষ সাইফুদ্দিন জানান আমরা আমাদের খরিদা জায়গায় কাজ করছি।
তারা কোন দিকে ঘরে প্রবেশ করবে সেটা তাদের ব্যাপার। পটিয়া থানার অফিসার ইনচার্জ আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুর বলেন, শুক্রবার দুপুরে আদালতের আদেশ মোতাবেক নোটিশ ইস্যু করে উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বলা হয়েছে। এতে কেউ আইন অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট