হাটহাজারী( চট্টগ্রাম) প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের হাটহাজারী ৫ আসনের স্বতন্ত্র প্রার্থী কেটলী প্রতিক নিয়ে গন সংযোগ নেমে পড়েছেন মো:শাহজাহান চৌধুরী।
শুক্রবার( ২২ডিসেম্বর)সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ১,২নং ওয়ার্ড জালালাবাদ এলাকায় কুলগাঁ,বালুছড়া এলাকায় জনসংযোগ করেন।জনসংযোগ কালে সংক্ষিপ্ত বক্তব্য শাহাজাহান চৌধুরী বলেন, হাটহাজারী বাসী পরিবর্তন চাই,সেই পরিবর্তন করতে জনগন কেটলী মার্কায় ভোট দিবেন। জনসংযোগ কালে কেটলী মার্কা স্লোগান মুখরিত হয়ে উঠে।
এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি দি মোহাম্মদ,উপজেলা আওয়ামীলীগে সদস্য আকতার হোসেন প্রমুখ।