সুমন পল্লব
হাটহাজারী চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ‘দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো’ এই প্রতিপাদ্য নিয়ে রোববার জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
হাটহাজারী উপজেলা প্রশাসন (দুর্যোগ ব্যবস্থাপনা ইউনিট) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় র্যালি, আলোচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ভূমিকম্প ও ফায়ার ড্রিলের আয়োজন করে।
উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান।
এ সময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল আলম বাসেক, কৃষি কর্মকর্তা আল মামুন সিকদার, হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান, প্রকৌশলী জয়শ্রী দে, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মেহরুন নেছা,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মো: মোর্শেদ প্রমুখ।
অনুষ্ঠান শেষে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।