1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
মহান মে দিবস উপলক্ষে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের আলোচনা সভা অনুষ্ঠিত বোয়ালখালীতে সড়ক দখল ও অনিয়মে দুই ট্রাকচালককে জরিমানা চন্দনাইশে মডেল মসজিদের স্থান পরিদর্শনে এলএ শাখা চন্দনাইশে মাওলানা রইস উদ্দীনের হত্যা প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ চেয়ারম্যান অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশা, ভাইস চেয়ারম্যান চন্দনাইশের ডা. শাহাদাৎ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির এডহক কমিটি গঠিত মাওলানা রইস উদ্দিন হত্যার প্রতিবাদে বোয়ালখালীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল দাওয়াতে ইসলামীর ইজতিমা শুরু ৩০ এপ্রিল নোয়াখালীতে ৪র্থ ব্যাচে প্রশিক্ষণ নিচ্ছেন ইউপি প্রশাসনিক কর্মকর্তারা বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব আবদুল হাকিমের ইন্তেকাল আনোয়ারার বদলপুরায় ফুটন্ত ফুলের আসরের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

হাছান মাহমুদ ও তার মেয়েসহ ৮৩ জনের বিরুদ্ধে তিনটি মামলা

  • প্রকাশিত: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ২৮২ বার পড়া হয়েছে

চট্টগ্রামে এবার সাবেক পররাষ্ট্র মন্ত্রী ড. হাছান মাহমুদ, তার মেয়ে সাকিলা জুমাইদা মাহমুদ ও তার ভাই এরশাদ মাহমুদসহ ৮৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৪২ জনের বিরুদ্ধে তিনটি মামলা হয়েছে।

তিনটি মামলার মধ্যে দুইটিতে ড. হাছান মাহমুদকে প্রধান আসামি করা হয়। একটি মামলায় তার মেয়ে সাকিলা জুমাইদা মাহমুদ প্রধান আসামি। অপর মামলায় ড. হাছান মাহমুদের ভাই এরশাদ মাহমুদ ২নং আসামি।

আজ বুধবার (২৮ আগস্ট) চট্টগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে রাঙ্গুনিয়ার স্থানীয় ৩ ব্যক্তি পৃথক পৃথকভাবে এই মামলাগুলো দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে পেশকার জয়নাল আবেদীন।

রাঙ্গুনিয়ার প্রবাসী মোঃ হারুন রশীদ প্রকাশ মোঃ হারুনর রশীদ বাদী হয়ে করা মামলায় ড. হাছান মাহমুদের মেয়ে সাকিলা জুমাইদা মাহমুদসহ ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩০ জনকে আসামি করা হয়। মামলাটিতে আসামিদের বিরুদ্ধে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক জায়গা জমি রেজিষ্ট্রি করিয়ে নেওয়ার অভিযোগ করা হয়।

এই মামলায় সংশ্লিষ্ট থানাকে থানা মামলা হিসাবে গ্রহণ আদেশ দেয় আদালত। রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনার এলাকার বাসিন্দা মোঃ ওসমান বাদী হয়ে করা মামলায় ড. হাছান মাহমুদসহ ৩২ উল্লেখ করে ১২ জন অজ্ঞাতনামা আসামি করা হয়।

এই মামলায় আসামিদের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ করা হয়। মামলার বিষয়টি রাঙ্গুনিয়া থানাকে তদন্তের নির্দেশ দেয় আদালত।

রাঙ্গুনিয়া স্থানীয় বাসিন্দার কামাল উদ্দিন নামে এক ব্যক্তি বাদী হয়ে করা মামলায় ড. হাছান মাহমুদকে প্রধান আসামি এবং তার ভাই এরশাদ মাহমুদকে ২য় আসামি করে ৪২ জনের নাম উল্লেখ করা হয়। এই মামলায় কোন অজ্ঞাত নামা আসামি করা হয়নি। আসামিদের বিরুদ্ধে মামলার বাদীকে মারধর করে গুরুতর আঘাতের অভিযোগ আনা হয়।

ড. মঈন উদ্দিন আহমদ এডভোকেট নামে বাদী পক্ষের এক আইনজীবী বলেন, যে সরকার থাকুক না কেন? সবাই যেন আইনের আশ্রয় পাওয়ার সমান অধিকার পায়। মামলা বাদী এক সময় এই ঘটনার বিচার জন্য মামলা করতে পারেননি।

আজ দেশের একটি ভালো পরিবেশ সৃষ্টি হওয়াতে আসামিদের বিরুদ্ধে মামলা করেছে। আশা করি বাদী পক্ষ ন্যায় বিচার পাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট