আমিনুল হক রিপন, চট্টগ্রামঃ
জমজমাট উৎসবমুখর নান্দনিক পরিবেশে হয়ে গেলো হালিশহর ৯৪ কর্তৃক সারাদিন ব্যাপি হাঁস পার্টি মিলনমেলা , জমজমাট আড্ডাও সাংস্কৃতিক অনুষ্ঠান। বন্ধুদের আন্তরিকতা ছিলো বলেই নাম মাত্র এন্ট্রি ফি তে আযোজন করা সম্ভব হয়। একপাশে সবুজ বনায়ন বেস্টিত সমুদ্র সৈকতের পাড় অন্যপাশে দৃষ্টিনন্দন এশিয়ান হাইওয়ে পতেঙ্গা লিংক রোড সংলগ্ন ফুলে ফুলে সজ্জিত ছিল চারুলতা ক্যাফে প্রাঙ্গণ। কক্সবাজার , বাশখালি , আনোয়ারা ফেনী ও কুমিল্লা সহ শহরের আশেপাশে থেকে বন্ধুরা মনের আনন্দে অংশগ্রহণ করেছে। অনেক বন্ধুদের সাথে অনেকদিন পর দেখা হয় একে অন্যের সাথে আড্ডা ও স্মৃতিচারণ করে সুন্দর পরিবেশে টা উপভোগ করে । দুপুরে খাবার পরিবেশন থেকে শুরু করে চা, ঘরোয়া পিঠাপুলি আয়োজন ছিল। হাঁসের মাংশ দিয়ে দুপুরের খাবার ও মহেশখালি থেকে দই এবং খুলনা থেকে চুইঝাল এর আয়োজন ছিল। নাচে-গানে ভরপুর অনুষ্ঠান শেষ পর্যন্ত মাতিয়ে রেখেছিল বন্ধুরা।
ভবিষৎতে আরো বড় আয়োজন করার কথা জানান। অনুষ্ঠানের আহবায়ক মাহবুবুর রহমান শাহিন জানান বন্ধুদের ভালোবাসায় আমরা সিক্ত। অনুষ্ঠানের সদস্যসচিব হিসাবে দায়িত্ব পালন করেন মোক্তার হোসেন এবং সার্বিক সহয়োগিতায় ছিলেন আমিনুল হক রিপন। অনুষ্ঠানের আয়োজক কমিটিতে অবদান রেখেছে আসাদুজ্জামান সুজন , আনোয়ারা রিনু , কামরুজ্জামান , তানভির উল হক , শহিদ ইকবাল চৌধুরী , এ এস এম সায়িম মানিক ও মাকসুদুর রহমান। অনুষ্ঠানের স্পন্সার করেন অন্তরঙ্গ ডট কম লিমিটেড, রোজ ফ্যাসন , টার্চ স্টোন, এশিয়ান ইঞ্জিনিয়ারিং এন্ড লিফট, অনুষ্ঠানে হালিশহর ৯৪ এর এডমিন প্যানেলগন সব বন্ধুদের প্রতি সুভ কামনা জানান এবং আগামীতে আরো বড় পরিশরে অনুষ্ঠান উপহার দেওয়ার কথা জানান। অনুষ্ঠানের মিডিয়া পাটনার হিসাবে ছিল দৈনিক আমার প্রাণের বাংলাদেশ।