মোঃ ওয়াশিম চট্টগ্রাম
গত ৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম পটিয়া (৮ নং কাশিয়াইশ ইউনিয়ন (৮ নং ওয়ার্ড পূর্ব বাকখাইন, ও পশ্চিম ভান্ডারগাঁও এর যৌত উদ্দ্যোগে
হযরত সাহ্সুফী মাওলানা সিদ্দিক আহমদ শাহ্( রহ:) মাজার প্রাঈনে বাৎসরিক ওরশ মোবারক উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়
এতে
প্রধান আলোচক, মুফতি মাওলানা গোলাম রব্বানী কাশেমী
বিশেষ আলোচক, মাওলানা মোহাম্মাদ এনামউল কাদেরী
বিশেষ আলোচক, মাওলানা মোহাম্মাদ শওকত হোসেন আল কাদেরী
সভাপতি করেন, মাওলানা ছাবের আহম্মদ খতিব। এতে আরো বহু ওলামায়ে কেরামগণ তাশরীপ আনেন
প্রধান অতিথি, হিসেবে উপস্থিতি ছিলেন (৮ নং কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব
আবুল কাসেম
ওরস মোবারক অনুষ্ঠানসূচী ছিল বাদ মাগরিব কোরআন তেলাওয়াত হামদ ও নাত। বাদ এশা তরিকত মিলাদ মাহফিল সম্পর্কে আলোচনা ওয়াজ মাহফিল। ফজরের আগ পর্যন্ত তরিকতের মিলাদ মাহফিল এবং সমস্ত মুসলিম উম্মাহর জন্য দোয়া প্রার্থনা করেন।