বোয়ালখালী প্রতিনিধি:
বোয়ালখালীতে হযরত মানজি শাহ (রহ:) এর বার্ষিক ফাতেহা শরীফ উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) বাদে মাগরিব থেকে মুফতি পাড়া আহসান উল্লাহ জামে মসজিদ ঈদগাহ ময়দানে শফি সওদাগরের পরিবারবর্গের ব্যস্থপনায় আমুচিয়া শাহ মজিদিয়া দাখিল মাদরাসার সিনিয়র মুদাররিছ হযরতুলহাজ্ব মাওলানা মুহাম্মদ জয়নুল আবেদীন আলকাদেরীর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড.এ এস এম বোরহান উদ্দিন।
তিনি বলেন, মাতা-পিতা যদি সন্তানদের ইসলামী আদর্শে শিক্ষিত করে তাহলে দেশ ও সমাজ থেকে মাদকাসক্ত দূর হবে।
এতে আরো বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুফতি মুহাম্মদ নাজিম উদ্দিন নুরী,অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান,হাফেজ মাওলানা নুরুল আবছার আলকাদেরী,মাওলানা মুহাম্মদ তাজুল ইসলাম মোমানী সহ অনেকে।
শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া মোনাজাত করা হয়।