বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে সড়কের জায়গা অবৈধভাবে দখল করে নির্মাণ সামগ্রী রাখার দায়ে দুই জনকে ১০ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ব্যতীত বেকারী পণ্য বিক্রির দায়ে দুইজনকে ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) উপজেলার দাশের দিঘির পাড় এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন এ অভিযান পরিচালনা করেন।
স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পৃথক ৪টি মামলায় ৪ জনকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয় ।
তিনি জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।