1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে এড. নাজিম উদ্দীনের লিফলেট বিতরণ চন্দনাইশ মমতাজ বেগম স্কুল এন্ড কলেজে পুরস্কার বিতরণী সভায় কর্ণেল অলি বর্তমান পরিবর্তনের কারণে ধ্বংসের দিকে যাচ্ছে সমাজ এরশাদ উল্লাহর ওপর হামলার প্রতিবাদে বোয়ালখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ টাকা না দিলে ফাইল ধরে না তহসিলদার সংসদ সদস্য প্রার্থী এরশাদ উল্লাহর উপর গুলিবর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বোয়ালখালীতে জালে আটকা ৯ কেজি ওজনের অজগর সাপ নির্বাচনে জামায়াত কোনো জোট গঠন করবে না জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তরুণ প্রজন্মের জন্য চট্টগ্রামকে গ্রিন, ক্লিন, হেলদি ও সেইফ সিটি হিসেবে গড়ে তোলা হচ্ছে: মেয়র ডা. শাহাদাত হোসেন পটিয়া পল্লী মঙ্গল সমিথির রাস উৎসব উপলক্ষে ধর্মসভা,প্রধান অতিথি বিএনপি নেতা-এনামুল চন্দনাইশে হযরত শাহ্ সুফি ডা: আহমদুর রহমান (ক.) আল-মাইজভান্ডারী’র বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন

স্বাধীনতা দিবস অনুষ্ঠানকে কেন্দ্র করে কলেজে ছাত্র লীগে দুই গ্রুপের মারামারি

  • প্রকাশিত: রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ৬৬৭ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা:

বোয়ালখালী উপজেলার স্যার আশুতোষ সরকারি কলেজে ছাত্র লীগের দুই গ্রুপের মারামারিতে উভয়পক্ষের ৫ জন আহত হয়েছেন।

২৬ মার্চ, রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে এ মারামারি ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন কলেজ ছাত্রলীগের আহ্বায়ক আরাফাত হোসেন তারেক, যুগ্ম আহ্বায়ক মাহিম উদ্দিন, জাহেদ হোসেন, মিঠু, আলতাফ হোসেন হৃদয় ও শুভ দাশ।

আহতদের মধ্যে আলতাফ হোসেন হৃদয় ও শুভ দাশকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা.ওহিউদ্দিন সুমন।

সাধারণ ছাত্র-ছাত্রীরা জানান, মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের শেষ পর্যায়ে লোহার রড, লাঠি, কিরিচ নিয়ে দুইপক্ষ মারামারিতে লিপ্ত হয়। এসময় আতঙ্ক ছড়িয়ে পড়ে কলেজ ক্যাম্পাসে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

আহত কলেজ ছাত্রলীগের আহ্বায়ক আরফাত হোসেন তারেক জানান, কলেজের অনুষ্ঠানে কোনো পক্ষের কাউকে বক্তব্য না দেওয়ার কথা ছিলো। আমুচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান অনুসারীরা বক্তব্য দেওয়ার চেষ্টা করলে আমরা তাদের মানা করি। এসময় তারা আমাদের দুইজন সদস্য আটকে রাখে কলেজের কক্ষে। ওদের ছাড়িয়ে আনতে গেলে বহিরাগত লোকজন এনে হামলা চালায় নোমান অনুসারীরা।

তবে বিষয়টি অস্বীকার করে কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোরশেদুল আলম ইরফান বলেন, মহান স্বাধীনতা দিবসের প্রোগ্রাম বানচাল করতেই ওরা হামলা চালিয়ে আমাদের ছেলেদের আহত করেছে। এর মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক বলেন,  কলেজে ছাত্রলীগের দুইটি পক্ষের মধ্যে মারামারি হয়েছে। পুলিশ বিষয়টি দেখছে। এখন কোনো পক্ষই অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট