বোয়ালখালী প্রতিনিধি :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী বোয়ালখালীর শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্য “রোড টু পাবলিক ইউনিভার্সিটি” নামে সেমিনার করেছে বোয়ালখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
বুধবার (১২ জুলাই) সকাল ১১টায় স্যার আশুতোষ সরকারি কলেজের অডিটোরিয়ামে মাধ্যমিক পর্যায়ের ১ম ও ২য় বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে এ সেমিনার করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্যার আশুতোষ সরকারি কলেজের অধ্যক্ষ ড. পার্থ প্রতীম ধর, বিশেষ অতিথি ছিলেন প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক পরিচয় বড়ুয়া, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক এস এম সিরাজুল মোস্তাকিম
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর সভাপতি মো: ফজলুল কাদের, সাবেক সাধারণ সম্পাদক কাজী নাহিয়ান আল মুনতাসীর, এলামনাই সিরাজুল ইসলাম খান সহ বোয়ালখালী স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কার্যপরিষদের নেতৃবৃন্দ।
সেমিনারে বক্তারা ইউনিট ভিত্তিক বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।