সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি -এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব জাফর আলম ১১ আগস্ট ব্যাংকের কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহন করেন। প্রধান কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মুহাম্মদ ফোরকানুল্লাহ, জনাব আবদুুল হান্নান খান এবং জনাব মোহাম্মদ হাবীবুর রহমান। সভায় ব্যবস্থাপনা পরিচালক মহোদয়ের কাছে কর্মচারীগণ তাদের বিভিন্ন দাবী উত্থাপন করেন। তিনি কর্মচারীদের বিভিন্ন দাবীর কথা শোনেন এবং তা পূরণের আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, নতুন বাংলাদেশের জন্য কাজ করতে হলে ব্যাংক খাতকে সুদৃঢ় করতে হবে কারণ অর্থনীতিকে সচল রাখার অন্যতম মাধ্যম ব্যাংকিং খাত। ব্যাংকিং খাতকে সচল রাখতে সকলকে পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার আহবান জানান তিনি। সভায় প্রধান কার্যালয়সহ বিভিন্ন শাখার কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।