1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামী ভোটে যেকোন ষড়যন্ত্র মোকা মোকাবেলা করতে হবে- ব্যারিস্টার খোকন মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পটিয়ার কোলাগাঁওয়ে বিএনপির সমাবেশে এনামুল হক এনাম চন্দনাইশে বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে এড. নাজিম উদ্দীনের লিফলেট বিতরণ চন্দনাইশ মমতাজ বেগম স্কুল এন্ড কলেজে পুরস্কার বিতরণী সভায় কর্ণেল অলি বর্তমান পরিবর্তনের কারণে ধ্বংসের দিকে যাচ্ছে সমাজ এরশাদ উল্লাহর ওপর হামলার প্রতিবাদে বোয়ালখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ টাকা না দিলে ফাইল ধরে না তহসিলদার সংসদ সদস্য প্রার্থী এরশাদ উল্লাহর উপর গুলিবর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বোয়ালখালীতে জালে আটকা ৯ কেজি ওজনের অজগর সাপ নির্বাচনে জামায়াত কোনো জোট গঠন করবে না জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তরুণ প্রজন্মের জন্য চট্টগ্রামকে গ্রিন, ক্লিন, হেলদি ও সেইফ সিটি হিসেবে গড়ে তোলা হচ্ছে: মেয়র ডা. শাহাদাত হোসেন

সোনাইমুড়ী প্রেসক্লাবের রজতজয়ন্তী উদযাপন করা হয়েছে

  • প্রকাশিত: রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ২৯১ বার পড়া হয়েছে

রবিউল হাসান, সোনাইমুড়ী প্রতিনিধি:

নোয়াখালীর সোনাইমুড়ী প্রেসক্লাবের ২৫ বছরে পদার্পণ উপলক্ষে রজতজয়ন্তী উদযাপন এবং গুণিজনদের সম্মাননা প্রদান করা হয়েছে।

শনিবার (১৪ জুন) সকালে উপজেলার তাজমহল রেস্তোরাঁয় আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় ক্লাবের একটি স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়।

সোনাইমুড়ী প্রেসক্লাবের সভাপতি বেলাল হোসেন ভুঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইয়াকুব আল মাহমুদের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তার, সহকারী কমিশনার (ভূমি) দ্বীন আল জান্নাত, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মোরশেদ আলম, সহকারী এ্যাটর্নী জেনারেল মোহাম্মদ নজরুল ইসলাম ছোটন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও নোয়াখালী জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাও. সাঈয়েদ আহমেদ, সেক্রেটারী জেনারেল বোরহান উদ্দিন, উপজেলা আমির হানিফ মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন সানি, সাবেক সদস্য সচিব মো. দিদার হোসেন, সাবেক যুগ্ন আহ্বায়ক আবুল মনসুর সেলিম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ রেজায়ে রাব্বি মাহবুবসহ বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের গুণিজন সংবর্ধনায় রত্নগর্ভা মা হিসেবে ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের স্বপ্নদ্রষ্টা হাজেরা বেগম, শ্রেষ্ঠ শিক্ষক সোনাইমুড়ী হামিদিয়া কামিল মাদ্রার অধ্যক্ষ সাইফুল্লাহ মুনির, গণমাধ্যমে বিশেষ অবদানে দৈনিক সমকালের উপ সম্পাদক শাহেদ চৌধুরী, মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা কক্ষ সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম সাকিফ এবং কাতার বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুনুর রশিদকে সম্মাননা প্রদান করা হয়।

অতিথিবৃন্দের বক্তব্যে সোনাইমুড়ী উপজেলা নির্বাহী অফিসার নাছরিন আক্তার বলেন, সাংবাদিকগণ হলেন দেশের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকরা সব সময় সমাজের ও আমাদের কথা তুলে ধরেন। কিন্তু, আগামীকাল বিভিন্ন গণমাধ্যমে দেখবো উনারা নিজেদের কথা তুলে ধরেছেন। তিনি প্রত্যাশা করেন সোনাইমুড়ী প্রেস ক্লাব তার গৌরবের ৫০ বছর, একশত বছর পূর্তি উদযাপন করবে।

তিনি আরোও বলেন, আমাদের সিস্টেমে এখনো কিছু সমস্যা আছে। আমাদের ব্যক্তিগত ত্রুটি বিচ্যুতি আছে। এ দুইয়ে মিলে আমাদের কাজ করতে হয়। সব সময় সব কাজ করা যায় না। যে কাজের সফলতা অর্জন করি তা তুলে ধরবেন আর যে কাজ করতে পারি না, সমস্যা কোথায় তার একেবারে গোড়া থেকে তা তুলে এনে ধরবেন। তারপরেও সাংবাদিকরা আমাদের ভুল ত্রুটিগুলো ধরে দিলে আমরা নিজেদের শোধরিয়ে চলার চেষ্টা করি। আমরা পরিবার পরিজন ফেলে যখন কোথাও যাই তখন ঐ স্থানের সবাইকে আমাদের পরিবারের একটি অংশ মনে করে সরকারি দায়িত্ব পালন করি।

এ সময় প্রেসক্লাবের প্রতিষ্ঠা সভাপতি সালাহ উদ্দিন সাংবাদিকদের নানা অবদান ও কার্যক্রমকে স্মরণ করে বক্তব্য প্রদান করেন। ২৫ বছর পূর্তির এই উৎসবে সোনাইমুড়ী ও দেশের সাংবাদিক সমাজে ক্লাবের ভূমিকা ও কার্যকলাপের প্রাধান্য তুলে ধরেন।

সভাপতি বেলাল হোছাইন ভূঁইয়া বলেন, আমাদের প্রতিষ্ঠার ২৫ বছরে আমরা স্থানীয় সংবাদ পরিবেশে মানদণ্ড তৈরি করেছি। ভবিষ্যতে আরও উচ্চমাত্ৰার সাংবাদিকতা ও প্রশিক্ষণে আমরা কাজ চালিয়ে যাব।

সাধারণ সম্পাদকের বক্তব্যে ইয়াকুব আল মাহমুদ সাংবাদিকদের অবদানের কথা তুলে ধরে বলেন, আগামী দিনে দেশ ও জাতির মঙ্গলের জন্য সাংবাদিকতাকে আরোও উচ্চতায় নিয়ে যেতে হবে।

সাবেক সাংগঠনিক সম্পাদক দৈনিক দেশবার্তার সোনাইমুড়ী প্রতিনিধি রবিউল হাসান বলেন, আমরা গণমাধ্যম কর্মীরা প্রতিনিয়ত বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে কাজ করে যাচ্ছি। এতে আমাদের বাধার সম্মুখীনও হতে হয় কখনো কখনো। এই বাধা এড়াতে আমরা চাই সরকারের সহযোগিতা, চাই লিখার স্বাধীনতা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট