রবিউল হাসান, সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর সোনাইমুড়ী প্রেসক্লাবে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ এপ্রিল) বাদ মাগরিব সোনাইমুড়ী প্রেসক্লাবের আয়োজনে এ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি খোরশেদ আলম সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইয়াকুব আল মাহমুদের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সভাপতি সামছুল আরেফিন জাফর, সিনিয়র সহ-সভাপতি বেলাল হোসাইন ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান আলম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক অনুপ সিংহ, সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সিনিয়র সদস্য রবিউল হাসান, সিনিয়র সদস্য গোলজার হানিফ, জাহাঙ্গীর আলম ও অন্যান্য সাংবাদিকবৃন্দ।