1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে দক্ষিণ জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে তারুণ্যের সমাবেশ সফল করতে চন্দনাইশে প্রস্তুতি সভা নোয়াখালীর জেলা কারাগারের ১৮ ফুট দেয়াল টপকে আসামির পালানোর চেষ্টা বোয়ালখালীতে ভেজাল আইসক্রিম ও মিষ্টির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চন্দনাইশের প্রখ্যাত চিকিৎসক ডা. নুরুল আমিনের দাফন সম্পন্ন সোনাইমুড়ীতে ধানের ফলনে খুশি কৃষক, ঘরেও তুলছেন নিশ্চিন্তে চন্দনাইশে প্রত্যাশী- সিমস প্রজেক্ট মাইগ্রেশন ফোরাম সদস্যদের “দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ বোয়ালখালীতে ভোর ৬টায় স্বাস্থ্য কমপ্লেক্সে এসেও আল্ট্রা করতে পারলেন না আয়েশা মাওলানা রইস উদ্দিন হত্যা : বিচার দাবিতে বোয়ালখালীতে সড়ক অবরোধ নোয়াখালীতে শ্রমিক দিবস উপলক্ষ্যে জিসপ’র আলোচনা সভা

সোনাইমুড়ীর গজারিয়া জনকল্যাণ সংস্থার ঈদ পুনর্মিলনী ও আলোচণা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ২৯৯ বার পড়া হয়েছে

রবিউল হাসান, সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি:

রবিবার বিকাল ৪ টায় নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার গজারিয়া জনকল্যাণ সংস্থার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নুর হজ্ব ট্রাভেলস্ এন্ড ট্যুরস্ এবং সাজু ডেভেলপার্স লিমিটেড এর সৌজন্যে গজারিয়া নূরানী তা ’লীমুল কোরআন মাদরাসা ও এতিমখানার মাঠে অনুষ্ঠানের আয়োজন করে সংস্থাটি।

৩ বছর পুর্তিতে সংস্থার সভাপতি এহছান মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আলী আকবর রিয়াদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. হাবিবুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কমার্স কলেজের প্রফেসর ফয়েজ আহমেদ। এছাড়াও আমন্ত্রিত মেহমানসহ গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমার অত্যান্ত ভালো লাগার বিষয় যে আমি আমার গ্রামে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়ে দুটো কথা বলার সুযোগ পেয়েছি। এই জন্য আমি জনকল্যান সংস্থাকে সব চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি এবং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই সংস্থা গড়ার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করছেন, যারা পরামর্শ দিচ্ছেন এবং যারা আর্থিকভাবে সহযোগীতা করছেন সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে আমারও মনের মধ্যে স্নেহ জেগেছে আমি কি করে এই সংস্থার সাথে সম্পৃক্ত হই। আমি কি করে আমার গ্রামের এই সংস্থাকে আরো বেশি করে সমৃদ্ধশালী করি, আরো বেশি কর্মময় করে তুলি। আরো বেশিকরে আমার এলাকার মানুষকে জাগ্রত করার জন্য কাজ করে যেতে পারি। আমি জনকল্যাণ সংস্থার সকল সদস্যকে উদ্দেশ্য করে বলবো আপনাদের যেই উদ্যোগ, এই উদ্যোগের সাথে একটা বিষয় বেশি গুরুত্ব দিবেন। সামাজিক শৃঙ্খলা, আমরা সমাজে বসবাস করি, আমাদের মধ্যে সামাজিক শৃঙ্খলাটা বজায়ে রাখবেন। যেই প্রোগ্রামগুলি হাতে নিয়েছেন, এই প্রোগ্রামগুলো বাস্তবায়ন করার সাথে সাথে শিক্ষার বিষয়ে সবচেয়ে বেশি প্রাধান্য দিবেন। আমি মনে করি, আমাদের সামনে যেই ভবিষ্যত, আমাদের গ্রামের যদি দু-চার জন ভালো অবস্থানে যেতে পারে, লেখা-পড়া করে। তাহল অবশ্যই আমাদের গ্রামের জন্যই ভালো হবে, মঙ্গলময় হবে। এই জাতির জন্য, দেশের জন্য, সমাজের জন্য, মানবতার জন্য কাজে আসবে।

সভাপতির বক্তব্যে বলেন, আমরা মানবতার জন্য কাজ করে আসছি ভবিষ্যতেও করবো। তিনি সংস্থাটির পূর্বের কাজের বর্ণনা দিয়ে ভবিষ্যত পরিকল্পণা তুলে ধরেন। ভবিষ্যত পরিকল্পনার মধ্যে স্বাবলম্বী করণ প্রকল্প, সুদ মুক্ত ঋণ, দরিদ্র এবং মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদান, পাঠাগার গঠণ, গ্রামে সোলারের মাধ্যমে লাইটিং ব্যবস্থা করণ, গ্রামের জন্য ১ টি উন্মুক্ত কবরস্থানের ব্যবস্থা করা, যুব সমাজের মাধ্যমে সবচেয়ে ভালো নৈতিক গুণের অধিকারী, সত্যবাদী ও শিষ্টাচারিতায় সেরাদের উৎসাহিত করণে পুরষ্কৃত করা এবং বিশুদ্ধ কোরআল শিক্ষা প্রকল্প।

সংস্থাটি ২০২১ সাল হতে রক্তদান কর্মসুচি, বিভিন্ন দুর্যোগে সহযোগীতা ও গ্রামে বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণসহ উন্নয়ন মূলক কাজ করে আসছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট