1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বোয়ালখালীতে ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে প্রতিবন্ধী যুবককে মারধর চন্দনাইশের দোহাজারীতে এলডিপি’র নেতাকর্মীরা বিএনপিতে যোগদান পটিয়ায় জিরি হাজী মীর আহম্মদ নুর আল কুরাআন একাডেমীর সাধারন সভা কুতুবদিয়ায় হযরত মালেক শাহ্ (রাহ:) ২৬তম মহান পবিত্র ওরস ও ফাতিহা শরীফ উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ৬০০ গ্রাম গাঁজাসহ বোয়ালখালীতে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার সোনাইমুড়ীতে অস্ত্রসহ ১৬ মামলার আসামী আটক শীতবস্ত্র বিতরণকালে সিডিএ’র বোর্ড মেম্বার প্রকৌশলী মনজারে খোরশেদ আলম শীতার্ত মানুষের আস্থার ঠিকানা প্রয়াস বোয়ালখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে চবি ভর্তি পরীক্ষার্থীদের ফ্রি বাস সার্ভিস বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো প্রত্যয় সাংস্কৃতিক উৎসব

সোনাইমুড়ীতে শিক্ষক নিয়োগ নিয়ে সংঘর্ষ, আহত ১০

  • প্রকাশিত: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৩২৬ বার পড়া হয়েছে

রবিউল হাসান, সোনাইমুড়ী (নোয়াখালী):

সোনাইমুড়ীতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক  নিয়োগ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে আহত হয়েছেন ১০ জন।

সোমবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে সোনাপুর ইউনিয়নের কালিকাপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ সংঘর্ষ হয়। পরে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে বিদ্যালয়ের অ্যাডহক কমিটিকে অবৈধ দাবি করে তা বাতিল এবং অনিয়ম করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগের প্রতিবাদে দাতা সদস্য সুপ্রিম কোর্টের আইনজীবী আবুল কালাম আজাদের নেতৃত্বে মানববন্ধন করেন এলাকাবাসী। এসময় অ্যাডহক কমিটির সভাপতি সেলিম শাহীর লোকজন তাদের ওপর অতর্কিত হামলা চালান।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন অধিবাসী জানান, বিদ্যালয়ের জমিদাতা অ্যাডভোকেট আজাদকে বাদ দিয়ে অ্যাডহক কমিটি করায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন। সোমবার এ নিয়ে প্রতিবাদ করতে চাইলে সেলিম শাহীর লোক ফিরোজ, মিলন, হোরণ মেম্বার হামলা চালান। পরে মানববন্ধনের ব্যানার ছিঁড়ে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান উদ্দিন গত ৩১ ডিসেম্বর অবসরে যান। তার স্থলে সহকারী প্রধান শিক্ষক মঞ্জুর হোসেনকে না দিয়ে জাফর উল্যাহ নামের এক শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছে অ্যাডহক কমিটি। পরে এ নিয়োগকে কেন্দ্র করে অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন তুলে আন্দোলন করেন এলাকার লোকজন।

অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বলেন, ‘অ্যাডহক কমিটি অবৈধ। টাকার বিনিময়ে তাদের দেওয়া ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগও অবৈধ। আমরা এর প্রতিবাদ করায় আমাদের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। আমরা এর বিচার চাই।’

এসব বিষয়ে জানতে বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি সেলিম শাহীকে বারবার ফোন দিলেও পাওয়া যায় নি। শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কেউ ফোন রিসিভ করেননি।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, দুই পক্ষের মারামারি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী গিয়ে তা নিয়ন্ত্রণ করে। কারা ফটকা ফুটিয়েছেন তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট