
রবিউল হাসান, নোয়াখালী:
নোয়াখালীর সোনাইমুড়ীতে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে আবুল কাশেম নামে একজনকে ইট দিয়ে আঘাত করে হত্যা করার অভিযোগ উঠেছে। এতে ৩ জনকে আটক করেছে থানন পুলিশ।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে পৌরসভার ৬ নং ওয়ার্ডের সোনাইমুড়ী গ্রামে ঘটণাটি ঘটে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, ক্রিকেট খেলা কে কেন্দ্র করে একই গ্রামের জমদার বাড়ির আবুল খায়ের, জাহাঙ্গীর আলম, ওমর ফারুক এবং হাবিব উল্যা পশু ডাক্তার বাড়ির মাইনুদ্দিন ও তার ছেলে রাকিবের সাথে আবুল কাশেমের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আবুল কাশেম এর ছেলে সোহাগ কে এলোপাতাড়ি কিল ঘুষি মারে এবং মাটি ব্যবসায়ী আবুল কাশেমের বুকে ইট দিয়ে স্ব জোরে আঘাত করে পালিয়ে যায় ঘাতকরা। পরর্বতিতে স্থানীয় লোকজন আবুল কাশেম কে উদ্ধার করে সোনাইমুড়ী ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
পরে সোনাইমুড়ী থানা পুলিশ লাশটি উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করে।
এ ঘটনায় শুক্রবার রাতেই আবুল কাশেমের ছেলে সোহাগ বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করে। পরবর্তীতে সোনাইমুড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে আবুল খায়ের, মাস্টার মাইনুদ্দিন ও মাইনুদ্দিনের ছেলে রাকিবকে আটক করে।
সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম বলেন, হত্যার ঘটনায় আমরা ইতিমধ্যে আইগত ব্যবস্থা নিয়েছি। এজাহার ভূক্ত কোনো আসামি ছাড় পাবেনা।